কলকাতা, 24 অগস্ট: নচিকেতা চক্রবর্তীর গল্প অবলম্বনে আসছে সুবীর মণ্ডল পরিচালিত বাংলা ছবি 'আজকের শর্টকাট' । বিষয় বাংলার জ্বলন্ত সমস্যা, 'বেকারত্ব'। তাই নিয়েই এই গল্প বুনেছেন নচিকেতা চক্রবর্তী । তিনি যে শুধু সুগীতিকার তা নয়, তাঁর গল্প লেখার আভাস আগেই মিলেছে বিভিন্ন পত্রপত্রিকায় ৷ বাংলার অনেক শারদীয় সংখ্যাতেই প্রকাশিত হয়েছে তাঁর গল্প অথবা ব্যক্তিগত গদ্য ৷ এবার ছবির গল্প বুনলেন তিনি (Ajker Shortcut Trailer Release) ৷
ছবিতে দুই স্তরের বাসিন্দার কথা উঠে আসবে । একজন বিশু, বস্তির ছেলে । এই চরিত্রে অভিনয় করছেন পরমব্রত (Parambrata New Film)। বাংলাদেশের জনসংখ্যার একটা বড় অংশ প্রায় প্রতিদিনই ভারতে চিকিৎসা করাতে আসে । তাঁদের নিয়েই এই ছবির গল্প এগিয়েছে । এমনই বাংলাদেশ থেকে আসা এক তরুণীর চরিত্রে রয়েছেন অপু বিশ্বাস । অপু প্রথমবার ভারতীয় ছবিতে অভিনয় করলেন । জুটি বাঁধলেন গৌরব চক্রবর্তীর সঙ্গে (Ajker Shortcut is Coming Soon)।