পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

New Film Adieu Godard: বার্সেলোনার পথে ওড়িয়া ছবি 'অ্যাদিউ গোদার্দ' - New Film Adieu Godard

সম্প্রতি মুক্তি পেয়েছে অমর্ত্য ভট্টাচার্য পরিচালিত ওড়িয়া ছবি 'অ্যাদিউ গোদার্দ'( Adieu Godard Will Be Screened in Barcelona)। এবার বার্সেলোনার মর্যাদাপূর্ণ দশম এশিয়ান চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হল ছবিটি ( New Film Adieu Godard)৷

New Film Adieu Godard
বার্সেলোনার পথে ওড়িয়া ছবি 'অ্যাদিউ গোদার্দ'

By

Published : Oct 26, 2022, 10:24 AM IST

কলকাতা, 26 অক্টোবর: সম্প্রতি মুক্তি পেয়েছে অমর্ত্য ভট্টাচার্য পরিচালিত ওড়িয়া ছবি 'অ্যাদিউ গোদার্দ'( Adieu Godard Will Be Screened in Barcelona)। এই ছবি '27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এ জিতেছিল সেরা ভারতীয় চলচ্চিত্রের পুরস্কার । আর এবার বার্সেলোনার মর্যাদাপূর্ণ দশম এশিয়ান চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হয়েছে ছবিটি ৷ সেখানে এই ছবির স্প্যানিশ প্রিমিয়ার হবে । ছবিটি অফিসিয়াল প্যানোরামা বিভাগের অংশ এবং অন্যান্য এশিয়ান চলচ্চিত্রের সঙ্গেও প্রতিযোগিতায় লড়বে বলেই সূত্রের খবর( New Film Adieu Godard ) ।

বার্সেলোনার এই ফেস্টিভ্যাল স্প্যানিশ বিদেশ মন্ত্রক এবং মাদ্রিদ ও বার্সেলোনার সিটি কাউন্সিল দ্বারা সংগঠিত । ফেস্টিভ্যাল চলবে 26 অক্টোবর থেকে 6 নভেম্বর পর্যন্ত । এছাড়াও, 'অ্যাদিউ গোদার্দ' 'কার্ডিফ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, 2022'-এ ফিচার ফিল্ম বিভাগের ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হয়েছে ৷ এটি ওয়েলশ অ্যাসেম্বলি এবং কার্ডিফ কাউন্সিল (ইউকে) দ্বারা সমর্থিত। ছবিটি অন্য 5টি আন্তর্জাতিক চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করছে এবং ফলাফল এই সপ্তাহের শেষের দিকেই প্রকাশিত হবে বলে জানা গিয়েছে ।

এই ছবির গল্প, চিত্রনাট্য, ক্যামেরা, কালার কারেকশন, এডিট, সব দায়িত্ব নিজের হাতে সামলেছেন অমর্ত্য

প্রসঙ্গত, এই মাসে কলকাতা, নয়াদিল্লি, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, কটক, রাউরকেল্লাতে ছবিটি প্রেক্ষাগৃহে দেখানো হয়েছে । জয়পুর এবং মুম্বইতে বিশেষ প্রদর্শনী হয়েছে ছবির(Adieu Godard ) । এখানেই শেষ নয়, এই মাসের শেষের দিকে একটি বিশেষ স্ক্রিনিংয়ের জন্য 'অ্যালায়েন্স ফ্রাঙ্কেস ডি ব্যাঙ্গালোর' ছবিটিকে আমন্ত্রণ জানিয়েছে ৷ জাতীয় পুরস্কার জয়ী অমর্ত্য ভট্টাচার্য পরিচালিত 'অ্যাদিউ গোদার্দ' ভারত, ফ্রান্সের সহ-প্রযোজনায় নির্মিত ৷ 'ফিল্মস্টপ এন্টারটেইনমেন্ট' এবং ' Les Films de la Haute-Val'-এর সহযোগিতায় । 'স্বস্তিক আর্ট হাউজ' প্রযোজনা করেছে এই ছবির । প্রখ্যাত অভিনেতা অনু চৌধুরী সিনেমাটি থিয়েটারে মুক্তির জন্য তৈরি করেছিলেন ।

বিশ্ব জুড়ে প্রশংসা এবং ভালবাসায় সমৃদ্ধ পরিচালক অমর্ত্য ভট্টাচার্য বলেছেন, "এই ছবিটির জন্য নিজের দেশের পাশাপাশি বিদেশ থেকেও অনেক ভালোবাসা পেয়েছি । আনন্দের বিষয় যে আমরা এই ওড়িয়া ছবিটিকে অনেক দূরে নিয়ে যেতে পেরেছি । আমরা খুব খুশি যে ছবিটির এখন বার্সেলোনায় একটি স্প্যানিশ প্রিমিয়ার হবে । আঞ্চলিক সিনেমার জন্য এটি খুব ভালো দিক ।"

সম্প্রতি মুক্তি পেয়েছে অমর্ত্য ভট্টাচার্য পরিচালিত ওড়িয়া ছবি ' অ্যাদিউ গোদার্দ'

আরও পড়ুন:মাত্র তিনটি প্রেক্ষাগৃহে মুক্তি পেল বনি পরমের 'জতুগৃহ'

প্রসঙ্গত, এই ছবির গল্প, চিত্রনাট্য, ক্যামেরা, কালার কারেকশন, এডিট, সব দায়িত্ব নিজের হাতে সামলেছেন অমর্ত্য । পরিচালক জন্মসূত্রে কলকাতার, চাকরিসূত্রে ওড়িশার । সেখানে বসেই বানিয়েছেন এই আঞ্চলিক ছবি । ছবিতে প্রহসনের মোড়কে গল্প বলা হয়েছে । এক বৃদ্ধকে কেন্দ্রে রেখে এগিয়েছে গল্প । পর্নোগ্রাফিতে আসক্ত সেই বৃদ্ধ । বন্ধুদের সঙ্গে সিডি ভাড়া করে পর্ন দেখার অভ্যাস । এ ভাবেই এক দিন তার হাতে ভুল করে জঁ লুক গোদারের ছবির একটি ডিভিডি চলে আসে । এর পর থেকে ফরাসি পরিচালকের ছবির নেশায় বুঁদ হয়ে যান তিনি। গ্রামের সবাইকে সেই সব ছবি দেখান তিনি । তার পরের ঘটনাক্রম দেখানো হয় গল্পে । এই বছরেই 2 সেপ্টেম্বর ছবিটি মুক্তি পায় ভুবনেশ্বরে । এই ছবির ভূয়সী প্রশংসা করেছেন অনুরাগ কাশ্যপ ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details