কলকাতা, 3 ডিসেম্বর:আগামী 4 ডিসেম্বর তপন থিয়েটারে মঞ্চস্থ হতে চলেছে নাটক 'নীল ছায়া'। পাশাপাশি 'স্বপ্নালু' ওই দিনই মঞ্চস্থ করবে আরও একটি নাটক, 'পাখি পাহাড়'। এই নাটকটি দুই ভিন্ন ধর্মের প্রেমিক যুগলের গল্প বলে । এখানে ধর্ম একটি শব্দ মাত্র । ভালোবাসাই এই নাটকে আসল কথা ৷ ‘নীল ছায়া' নাটকে নাট্যকার যেমন তুলে ধরেন এক দুরন্ত প্রেমের আখ্য়ান ৷ এই নাটকটিও তার ব্যতিক্রম নয়( New Drama Pakhi Pahar) ৷
নাটকের গল্পের দিকে তাকালে দেখা যায়, এক পাহাড়ি মুসলিম ছেলের সঙ্গে পাখি নামের একটি মেয়ের ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে ( New Drama Pakhi Pahar is Coming Soon) । একদিন পাখি খুন হয় । পাখির প্রেমিক নজরুল পাখির স্মৃতির উদ্দেশ্যে পাখি পাহাড় বানাতে চায় ৷ যেখানে হাজার হাজার পাখি এসে বসবে । সেই স্বপ্ন কি সফল হবে নজরুলের? নাকি ঘটবে অন্যকিছু? জানা যাবে নাটকটি দেখলে(Premangshu New Drama) ।