কলকাতা, 21 জানুয়ারি:গোয়েন্দা গল্পের প্রতি বাঙালির একটা বিশেষ আবেগ আছে। তা সে ফেলুদা, ব্যোমকেশ কিংবা একেনবাবু বা নতুন কোনও গোয়েন্দা যেই হোক না কেন। গোয়েন্দা গল্প পড়তে বা সেই সংক্রান্ত সিনেমা বড় পর্দায় দেখতে কার্যত মুখিয়ে থাকে বাঙালি ।। একঝাঁক তারকা নিয়ে এবার নতুন ওয়েব সিরিজ নিয়ে এলেন পরিচালক নীল নওয়াজ (New Detective Web Series is Coming) ৷ নাম 'অবনী সেন এর 7নং কেস'। সিরিজে দেখা মিলবে টলিপাড়ার একাধিক অভিনেতা-অভিনেত্রীদের। মুখ্য চরিত্রে রয়েছেন বিবৃতি চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, দেবপ্রিয় মুখোপাধ্যায়, যুধাজিৎ সরকার, সুব্রত গুহ রায়, সৌম্য মজুমদার, কৌশিক গোস্বামী, দিশা ভট্টাচার্য এবং সুস্মিতা রায়রা।
পরিচালক নীল নওয়াজের কথায়, "অবনী সেন এর 7নং কেস যতটা না-ডিটেকটিভ স্টোরি, তার থেকে অনেক বেশি ডিটেকটিভ'স স্টোরি। রেডিমেড হিরোইক গোয়েন্দা তো অনেক দেখলাম, এবার না-হয় একটা গোয়েন্দার তৈরি হওয়ার জার্নিটা দেখি।" পরিচালক আরও বলেন, "পূর্বসূরিদের উত্তরাধিকার বজায় করতে গিয়ে হোঁচট খাওয়াটা কোনও নতুন কথা নয়। অন্তত আমাদের মধ্যবিত্ত সমাজে। নয়ের দশকের তাবড় গোয়েন্দা ছিলেন দক্ষিণারঞ্জন সেন। চোর থেকে খুনি কেউই এড়িয়ে যেতে পারেনি দক্ষিণারঞ্জনের তদন্তকে। কিন্তু এই গল্পে দক্ষিণারঞ্জনের নয়। এটা অবনীর গল্প। অবনী সেনের গল্প।"