কলকাতা, 14 নভেম্বর: প্রকাশিত হল শুক্তি মুন্সীর লেখা বই 'একান্তে বিশিষ্ট বাঙালি'(New Book by Shukti Munsi)। নানা বিশিষ্টজনের আলাপচারিতায় সমৃদ্ধ শুক্তি মুন্সীর এই বই। সাংবাদিকতার অলিন্দ থেকে এই প্রথমবার নিজের বই নিয়ে হাজির হলেন লেখিকা(New Book by Shukti Munsi on Respected Bengalis)। অবনীন্দ্র সভাঘরে বইপ্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন দেবেশ চট্টোপাধ্যায়, রুমকি চট্টোপাধ্যায়, ঋদ্ধি বন্দোপাধ্যায়, শুক্তি মুন্সী, ফাল্গুনী চট্টোপাধ্যায়, প্রণতি ঠাকুর, অর্ণব বন্দোপাধ্যায়ের মতো বিশিষ্টজনেরা।
'পূর্ণ প্রতিমা প্রকাশনী' থেকে প্রকাশিত এই বইয়ে রয়েছে জয় সরকার, ঋতুপর্ণা সেনগুপ্ত, ডোনা গঙ্গোপাধ্য়ায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, দেবেশ চট্টোপাধ্যায়, সন্দীপ রায়, দেবজ্যোতি মিশ্র, প্রণতি ঠাকুর, পাওলি দাম, রূপঙ্কর বাগচী, শাশ্বত চট্টোপাধ্যায়, ঋদ্ধি বন্দোপাধ্যায়-সহ অন্যান্যদের সাক্ষাৎকার । কৃতি বাঙালিদের সঙ্গে একান্তে কথা বলে তাঁদের জীবনের জানা অজানা নানান গল্প তুলে এনেছেন লেখিকা ৷ তাই বলাই বাহুল্য ভক্তদের কাছে এই বই কতটা গুরুত্বপূর্ণ(New Book by Shukti Munsi is out now ) ৷