হায়দরাবাদ, 28 মে: স্বাধীনতা আন্দোলনকারী বিনায়ক দামোদর সাভারকরের 140তম জন্মবার্ষিকী । ব্রিটিশ দাসত্ব থেকে মাতৃভূমি ভারতকে স্বাধীন করার যে লড়াই শুরু করেছিলেন সাভারকর, তা এবার সেলুলয়েডের পর্দায় । রূপোলি পর্দায় দর্শক সাক্ষী থাকবেন বিপ্লবের সেই মুহূর্তগুলির। একদিকে বলিউড অভিনেতা রণদীপ হুডা অন্যদিকে দক্ষিণী সুপারস্টার রামচরণ, দুই তারকাই সিনেপর্দায় তুলে ধরতে চলেছেন দেশপ্রেমী সাভারকরের জীবনী। সামনে এসেছে রণদীপ হুডার 'স্বতন্ত্র বীর সাভারকর'-এর টিজার ও রামচরণের 'দ্য ইন্ডিয়া হাউস'-এর গ্রাফিক্যাল অ্যানাউন্সমেন্ট।
বেশ কিছুদিন ধরেই বি-টাউনে চর্চায় রয়েছেন 'সরবজিৎ সিং' খ্যাত অভিনেতা রণদীপ হুডা। প্রথম পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। ছবির চিত্রনাট্য হিসাবে তুলে এনেছেন স্বাধীনতা সংগ্রামী সাভারকর-এর জীবনী । বিনায়ক দামোদর সাভারকরের 140তম জন্মবার্ষিকীকে প্রকাশিত হয়েছে স্বতন্ত্র বীর সাভারকর ছবির টিজার । প্রযোজনার দায়িত্বে রয়েছেন আনন্দ পণ্ডিত, শ্যাম খান, যোগেশ রাহার ও রণদীপ হুডা স্বয়ং । ছবিতে প্রোডাকশন ডিজাইন করেছেন নীলেশ ওয়াগ। ছবির সম্পাদক রাজেশ পাণ্ডে।