কলকাতা, 29 সেপ্টেম্বর: মৌলিক বাংলা গানে একজোট হলেন কমলিনী মুখোপাধ্যায়, জয় সরকার এবং শ্রীজাত। 15 বছর ধরে রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে নিয়েক গায়কী প্রতিভা প্রকাশ করেছেন শিল্পী কমলিনী ৷ এবার তিনি নিজেকে মেলে ধরলেন মৌলিক গানে ৷
'সময় আছে কি নেই', এই গানে এক হলেন কবি-গীতিকার শ্রীজাত, সুরকার জয় সরকার এবং কমলিনী। গান প্রকাশ অনুষ্ঠানে সাদার্ন অ্যাভিনিউয়ের এক ক্যাফেতে উপস্থিত হয়েছিলেন কমলিনী মুখোপাধ্যায়, জয় সরকার, শ্রীজাত, লোপামুদ্রা মিত্র, অনিন্দ্য চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটি নিপুণ দক্ষতায় পরিচালনা করেছেন রূপসা দাশগুপ্ত। কমলিনী মুখোপাধ্যায়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিয়োটি প্রকাশ পেয়েছে।
কমলিনী বলেন, "রবীন্দ্রনাথের গান চিরকাল আমার প্রাণের সখা। ছোটবেলা থেকেই তাঁর গানে আমি জীবনের সব রকমের উপলব্ধি, অভিব্যক্তি খুঁজে পাই। এবারের গানটা আমার নিজের জীবনের গান। আর সেটা আমার কথা ভেবেই কথা-সুরের মায়াজালে বোনা হয়েছে। আমি সেই সব উপলব্ধিকে আমার কণ্ঠে গান দিয়ে বেঁধেছি।"