পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Bengali Film Clown : প্রতিবাদ এবার জোকারের ভাষায়, শুরু হল 'ক্লাউন'-এর শ্যুটিং - বাংলা সিনেমা ক্লাউন

শুরু হল বাংলা ছবি 'ক্লাউন' এর শ্যুটিং। পরিচালনার দায়িত্বে পরিচালক ঋক চট্টোপাধ্যায়। 'অন্তরসত্ত্বা' এবং 'জবা'র পর এটি ঋকের তৃতীয় পরিচালনা। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ওম সাহানি, দেবলীনা কুমার ও ইন্দ্রনীল চৌধুরী(Om Sahani New Film Clown)।

shooting of Clown has started
শুরু হল বাংলা ছবি 'ক্লাউন' এর শ্যুটিং

By

Published : Apr 8, 2022, 9:52 AM IST

Updated : Apr 8, 2022, 1:04 PM IST

কলকাতা, 8 এপ্রিল : প্রযোজকের অভিনয়ে আসা নতুন কোনও ঘটনা নয় । এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি নাম । তিনি ইন্দ্রনীল চৌধুরী । 'ক্লাউন' ছবি দিয়ে ডেবিউ করতে চলেছেন তিনি ৷ ঋক চট্টোপাধ্যায়ের পরিচালনায় পর্দায় আসতে চলেছে এই ছবি ৷ 'অন্তরসত্ত্বা' এবং 'জবা'র পর এটি ঋকের তৃতীয় পরিচালনা । ছবির অন্যতম প্রধান চরিত্রে রয়েছেন ওম সাহানি (Om Sahani New Film Clown)৷ এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দেবলীনা কুমার ও ডঃ বি.ডি.মুখোপাধ্যায়ও ।

'ক্লাউন' মূলত একটি ক্রাইম থ্রিলার । ছবির পরতে পরতে রয়েছে রহস্য, যা দর্শকদের মনে কৌতূহল তৈরি করবে । ছবিটি তৈরি হয়েছে সামাজিক প্রেক্ষাপটে । ন্যায়, প্রতিবাদ, প্রতিরোধই সুষ্ঠু সমাজ গঠনের প্রধান মাপকাঠি । প্রতিটি মানুষের দুটি দিক আছে । আলো এবং ছায়া । প্রত্যেকেই চায় তাদের জীবনে কেবল আলোটুকুই থাকুক । তাই তাঁরা নিত্যদিনের অন্যায়ের কোনও প্রতিবাদ করেন না । বরং মুখ বুজে সবটাই সহ্য করে নিতে চেষ্টা করেন ৷

অভিনয়ে অভিষেক হতে চলেছে ইন্দ্রনীল চৌধুরীর

একদিন অত্যাচারে পিঠ দেওয়ালে ঠেকে গেলে তখনই বেরিয়ে আসে সেই ছায়াময় স্বরূপটি । পরিচালকের ভাষায় 'ক্লাউন'-এর গল্পটা এমনই একটা ছায়ার গল্প । একটি অতি সাধারণ ছেলের গল্প এই ছবির রসদ । যাঁর জীবনে সর্বদা অন্যায় হয়েছে । তাঁর সামনেই বোনকে ধর্ষণ করা হয় । মায়ের সঙ্গে অবিচার করা হয় । আজ তাঁর একমাত্র পরিচয় একজন 'বাস্টার্ড'। অপমান আর অবহেলায় একদিন তার পিঠ দেয়ালে ঠেকে যায় । তার কালো চেহারাটা প্রতিবাদে সরব হয়ে ওঠে । তারপর? জানতে হলে দেখতে হবে ছবিটি ।

ছবির অন্যতম প্রধান চরিত্রে রয়েছেন ওম সাহানি

আরও পড়ুন : ‘জানি তুমি পাশে আছো’, নতুন ক্লাসের প্রথম দিনে বাবার ছবির পাশে আবেগঘন অভিষেক-কন্যা

ছবিটি মুক্তি পাবে সিনেরিও ফিল্মসের ব্যানারে ড: ইন্দ্রনীল চৌধুরীর প্রযোজনাতে । অভিনেতা ওম সাহানি বলেন, "পরিচালক ঋক চট্টোপাধ্যায়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ । যেখানে পুরোপুরি ভিন্ন লুকে আমাকে দেখা যাবে । একজন হিরোর যেমন লুক থাকে তেমন নেই । একটা মুখোশের লুকে দেখা যাবে আমাকে । যার জীবনের হাজার স্বপ্নের ঘনঘটা । তবে চরিত্র নিয়ে বেশি কিছু বলবো না এখন, এটুকু বলব দর্শক পুরোপুরি ভিন্ন লুকে আমাকে দেখতে পাবে ।"

ছবিতে ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন দেবলীনা কুমার
Last Updated : Apr 8, 2022, 1:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details