পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Netizens Trolls Akshay : পানমশলার বিজ্ঞাপনে 'হ্যাঁ', নেটিজেনদের ট্রোলের শিকার অক্ষয় - Akshay Kumar Get Trolled For Pan Masala Advertisement

তামাকজাত মশলার বিজ্ঞাপনের জন্য় রাজি হয়েছেন বলিউডের খিলাড়ি কুমার অক্ষয় ৷ সেই কারণেই এবার ফ্যানেদের ট্রোলের মুখে পড়লেন এই অভিনেতা (Akshay Kumar Get Trolled For Pan Masala Advertisement ) ৷

Netizens Trolls Akshay
পানমশলার বিজ্ঞাপনে 'হ্যাঁ', নেটিজেনদের ট্রোলের শিকার অক্ষয়

By

Published : Apr 20, 2022, 5:44 PM IST

হায়দরাবাদ, 20 এপ্রিল :নিষিদ্ধ পানমশলার বিজ্ঞাপনের ক্ষেত্রে আগেই সায় দিয়েছিলেন বলি তারকা শাহরুখ খান এবং অজয় দেবগন ৷ যার জেরে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁদের ৷ তবে সম্প্রতি এই তামাকজাত মশলার বিজ্ঞাপনের জন্য় হ্যাঁ সূচক ঘাড় নেড়েছেন বলিউডের খিলাড়ি কুমার অক্ষয়ও (Akshay Kumar Get Trolled For Pan Masala Advertisement )৷ আর তারপর থেকেই তাঁকে নিয়ে আলোচনার ঝড় বইছে নেটপাড়ায় ৷ কারণ অক্ষয় কুমারের লাইফস্টাইল অন্য তারকাদের থেকে কিছুটা আলাদা ৷ তিনি ফিটনেস ফ্রিক ৷ নিয়মিত ভোর চারটেয় ঘুম থেকে ওঠেন, লেট নাইট পার্টিতে তাঁকে সেভাবে দেখা যায় না ৷ বলিউড তারকাদের দলে তিনি বেশ ব্যতিক্রমী মুখ ৷

আর তাই তাঁকে 'আইডল' হিসাবেই মানেন তাঁর অনুরাগীরা ৷ ধূমপান বিরোধী বিজ্ঞাপনেও দেখা যায় তাঁকে ৷ সেখানে তাঁকে বলতে শোনা যায় , 'একটি সিগারেটের পয়সায় তুমি দু'টি জীবন কিনতে পার ৷' শুধু তাই নয়, অক্ষয় অমিতাভ বচ্চনের মত এটাও বলতে পারবেন না যে, তিনি জানতেন না সারোগেট বিজ্ঞাপন কি জিনিস! কারণ 2018 সালে নিজেই এই বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন তিনি ৷ তিনি বলেছিলেন, "আমার কাছে অনেক বড় বড় গুটখা কোম্পানির অফার আসে এবং তারা অগুনতি শূন্য বসানো অ্যামাউন্ট দিতে প্রস্তুত ৷ কিন্তু কথাটা সেটা নয় ৷ আজ যে এখানে এত বড় একটি লাইন লেখা আছে সুস্থ ভারত, এর জন্যই আমি এই কাজটা করব না ৷ "

আরও পড়ুন : তাঁর পরবর্তী হলিউড ছবির ফার্স্ট লুক প্রকাশ প্রিয়াঙ্কার

স্বাভাবিকভাবেই তাঁর মত পরিবর্তন নিয়ে হতচকিত ফ্যানেরা ৷ অনেকেই পাশাপাশি 2018 সালের এই ভিডিয়ো এবং আজকের দিনের বিজ্ঞাপনী ভিডিয়োটি শেয়ার করছেন ৷ একজন নেটিজেন লেখেন, "বলিউড আইকন অজয়, শাহরুখ এবং অক্ষয় আপনাদের ছেলেমেয়েরা কি বাড়িতে এই প্রোডাক্ট ব্যবহার করেন ? আপনারা তাঁদের ব্যবহারের জন্য় এ ধরণের প্রচার করবেন ৷ বেঁচে থাকার জন্য আপনাদের এই ধরনের বিজ্ঞাপন করতে হয় না...প্লিজ বন্ধ করুন ৷"

আবার কেউ লিখছেন, "অক্ষয় স্যার আমি আপনার ফ্য়ান । কিন্তু আপনি অনুরাগীদের মনে কষ্ট দিয়েছেন । আপনার বিমলের বিজ্ঞাপনটি করা উচিত হয়নি ৷ " প্রসঙ্গত, এরই মাঝে বড় পর্দার পুষ্পরাজ আল্লু অর্জুনের কাছেও অফার গিয়েছিল এই ধরণের একটি বিজ্ঞাপন করার, যা তিনি ফিরিয়ে দেন ৷ তিনি স্পষ্ট জানান, চরিত্রের কারণে পর্দায় তিনি বিড়িতে টান দিয়েছেন ঠিকই, কিন্তু তিনি কখনওই তামাকজাত দ্রব্যের প্রচার করেন না ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details