হায়দরাবাদ, 20 এপ্রিল :নিষিদ্ধ পানমশলার বিজ্ঞাপনের ক্ষেত্রে আগেই সায় দিয়েছিলেন বলি তারকা শাহরুখ খান এবং অজয় দেবগন ৷ যার জেরে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁদের ৷ তবে সম্প্রতি এই তামাকজাত মশলার বিজ্ঞাপনের জন্য় হ্যাঁ সূচক ঘাড় নেড়েছেন বলিউডের খিলাড়ি কুমার অক্ষয়ও (Akshay Kumar Get Trolled For Pan Masala Advertisement )৷ আর তারপর থেকেই তাঁকে নিয়ে আলোচনার ঝড় বইছে নেটপাড়ায় ৷ কারণ অক্ষয় কুমারের লাইফস্টাইল অন্য তারকাদের থেকে কিছুটা আলাদা ৷ তিনি ফিটনেস ফ্রিক ৷ নিয়মিত ভোর চারটেয় ঘুম থেকে ওঠেন, লেট নাইট পার্টিতে তাঁকে সেভাবে দেখা যায় না ৷ বলিউড তারকাদের দলে তিনি বেশ ব্যতিক্রমী মুখ ৷
আর তাই তাঁকে 'আইডল' হিসাবেই মানেন তাঁর অনুরাগীরা ৷ ধূমপান বিরোধী বিজ্ঞাপনেও দেখা যায় তাঁকে ৷ সেখানে তাঁকে বলতে শোনা যায় , 'একটি সিগারেটের পয়সায় তুমি দু'টি জীবন কিনতে পার ৷' শুধু তাই নয়, অক্ষয় অমিতাভ বচ্চনের মত এটাও বলতে পারবেন না যে, তিনি জানতেন না সারোগেট বিজ্ঞাপন কি জিনিস! কারণ 2018 সালে নিজেই এই বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন তিনি ৷ তিনি বলেছিলেন, "আমার কাছে অনেক বড় বড় গুটখা কোম্পানির অফার আসে এবং তারা অগুনতি শূন্য বসানো অ্যামাউন্ট দিতে প্রস্তুত ৷ কিন্তু কথাটা সেটা নয় ৷ আজ যে এখানে এত বড় একটি লাইন লেখা আছে সুস্থ ভারত, এর জন্যই আমি এই কাজটা করব না ৷ "