মুম্বই, 2 জুন :আগামিকাল মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের নতুন ছবি 'সম্রাট পৃথ্বীরাজ' ৷ তার আগে একটি সাক্ষাৎকার নিজের বক্তব্য নিয়ে ট্রোল হলেন 'খিলাড়ি কুমার' ৷ তিনি বলেন, "এটা খুবই দুর্ভাগ্যজনক যে ইতিহাসের পাঠ্যপুস্তকগুলিতে সম্রাট পৃথ্বীরাজ চৌহানকে নিয়ে মাত্র 2-3 লাইন লেখা হয়, আর প্রচুর কথা লেখা হয় হানাদারদের নিয়ে ৷ ওখানে আমাদের সংস্কৃতি এবং আমাদের মহারাজাদের ব্য়াপারে প্রায় কিছু নেই বললেই চলে ৷ কেউ নেই যিনি এইসব কথা লিখতে পারেন ৷ আমি শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব এই বিষয়টিতে নজর দিতে যাতে দুটি দিকই সমানভাবে দেখানো হয় ৷ আমাদের মুঘলদের নিয়ে অবশ্যই জানা উচিত তবে আমাদের রাজাদের কথাও জানতে হবে ৷ তাঁরাও মহান ছিলেন ৷"
তাঁর এই বক্তব্য সামনে আসার পর থেকেই নানারকম তর্ক বিতর্ক শুরু হয়েছ(Netizens on Akshay Comment on History Books) ৷ বিশেষত ইতিহাস বই নিয়ে তাঁর এই কথা নেটিজেনদের অনেকেরই মনঃপুত হয়নি ৷ তাঁদের তরফের যুক্তিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন তাঁরা ৷ এক নেটিজেন লেখেন, "এই অভিনেতা ইতিহাস ক্লাসে কি করছিলেন ? মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, চোল এবং চালুক্য ৷ তাঁরা কি এই ক্লাসগুলিকে বাঙ্ক করেছিলেন ?" আরেকজন তো সপ্তম এবং অষ্টম শ্রেণীর ইতিহাস বইয়ের পাতার ছবিই পোস্ট করেছেন টুইটারে ৷ সেখানে দেখা যায় বেশ কয়েকটি পাতা লেখা হয়েছে পৃথ্বীরাজ চৌহানের বংশ সম্পর্ক নিয়ে ৷