পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Dream Girl 2 Twitter Review: 'হাসির হাঙ্গামা ড্রিম গার্ল 2', দাবি নেটপাড়ার; বক্স অফিসে কি চলবে আয়ুষ্মান ম্যাজিক? - আয়ুষ্মান খুরানার নতুন ছবি

কেমন হল আয়ুষ্মান খুরানার নতুন ছবি 'ড্রিম গার্ল 2'? নেটপাড়ার রিপোর্টে কিন্তু পাশ করে গেলেন অভিনেতা ৷

Pic Ayushmann Khurrana Instagram
নেটপাড়ার রিভিউ কি বলছে আয়ুষ্মানের ছবি নিয়ে

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2023, 7:26 PM IST

হায়দরাবাদ, 25 অগস্ট:অবশেষে প্রতীক্ষার অবসান ৷ মুক্তি পেল আয়ুষ্মান খুরানা এবং অনন্যা পাণ্ডের নতুন ছবি 'ড্রিম গার্ল 2' ৷ 2019 সালে মুক্তি পেয়েছিল এই ছবির প্রথম পর্ব ৷ কমেডি এবং রোম্যান্সের এই ককটেল রীতিমতো মন কেড়েছিল অনুরাগীদের ৷ এবার সামনে এল দ্বিতীয় পর্বটিও ৷ ট্রেলারেই বোঝা গিয়েছিল দ্বিতীয় পর্বেও ভরপুর কমেডির স্বাদ পাবেন অনুরাগীরা ৷ এবার কি বলছে নেটপাড়া?

রাজ শাণ্ডিল্য পরিচালিত এবং একতা কাপুর প্রযোজিত এই পারিবারিক ছবিতে আয়ুষ্মান অভিনয় করেছেন একটি অন্য ধরনের চরিত্রে ৷ প্রথম পর্বে দেখা যায়, আয়ুষ্মান মেয়েদের গলা নকল করতে পারেন বলে একটি অফিসে তাঁকে কাজে লাগানো হয় ড্রিম গার্লের গলায় ফোনে কথা বলার জন্য় ৷ সেটাই ছিল তার চাকরি ৷ এর পরের পর্বটি আরও মারাত্মক ৷ এবার তাঁকে দেখা যাবে মেয়ে সাজতে ৷ পয়সার জন্য তিনি বাধ্য হন এই ধরনের শো করতে ৷ মেয়ে সেজে মঞ্চে নাচেন তিনি ৷ ট্রেলারেই বোঝা গিয়েছিল হাসতে হাসতে পেট ফাটতে চলেছে অনুরাগীদের ৷

সোশালে ছবি নিয়ে কথা বলতে গিয়ে আজ এক অনুরাগী লেখেন,"হাসির ক্ষেত্রে বলতেই হবে ড্রিম গার্ল টু কথা রেখেছে ৷ অভিনেতা-অভিনেত্রী পারফরম্যান্সও বেশ ভালো ৷" আরেকজন বলেন, "এই অভিনয় দেখেই বোঝা যায় আয়ুষ্মান কত বড় মাপের অভিনেতা ৷ আর অনন্যাও দারুণ অভিনয় করেছেন ৷ ছবির টিমকে অনেক শুভেচ্ছা রইল ৷" আবার কেউ কেউ এই ছবিকে 'লাফ রায়ট'(হাসির হাঙ্গামা) বলে উল্লেখ করেছেন ৷

আরও পড়ুন:শাহরুখের 'পাঠান' এর পর বাংলাদেশে সলমনের 'কিসি কা ভাই কিসি কি জান', মুক্তি কবে?

ছবিতে আয়ুষ্মান খুরানা এবং অনন্যা পাণ্ডে ছাড়াও রয়েছেন রাজপাল যাদব, আন্নু কাপুর, আসরানি এবং অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা ৷ নেট পাড়ার রিভিউতে বেশ প্রশংসা কুড়োচ্ছে এই ছবি ৷ কিন্তু বক্স অফিসে 'গদর 2' এবং 'ওএমজি 2' ছবির সামনে এই ছবির সামনে কেমন ফল করে এই ছবি সেটাই এখন দেখার ৷ স্যাকনিল্ক বলছে 'আর্লি এস্টিমেট' অনুযায়ী প্রথম দিনে 9 কোটিতেই থেমে যাবে এই ছবির বক্স অফিস কালেকশন ৷ অর্থাৎ 'ডাবল ডিজিট' ওপেনিংয়ের স্বপ্ন পূরণ হবে না নির্মাতাদের ৷ তবে সঠিক রিপোর্ট জানা যাবে আগামীকালই ৷

ABOUT THE AUTHOR

...view details