হায়দরাবাদ, 24 নভেম্বর:মেয়েদের উপরহাত তোলা হোক কিংবা তাঁদের উপর মানসিক অত্যাচার করা 'অর্জুন রেড্ডি' থেকে 'কবীর সিং'-এর মতো ছবিতে ভায়োলেন্স দেখিয়েছিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাংগা ৷ সেই ছবি বক্সঅফিসে হিট হলেও নেটদুনিয়ায় ঝড় উঠেছিল সমালোচনার ৷ অ্যানিম্যাল ছবিতেও তার ব্যতিক্রম হয়নি ৷ যথারীতি ফের সমালোচনার মুখে পরিচালক সন্দীপ ৷ রণবীর কাপুর ও রশ্মিকা পাশে দাঁড়ালেও বিষয়টির ব্যাখ্যা করলেন 'পুষ্পা' অভিনেত্রী ৷
'অর্জুন রেড্ডি' ছবিতে বিজয় দেবরেকোন্ডার বিপরীতে দেখা গিয়েছিল শালিনী পাণ্ডেকে ৷ অন্যদিকে ইন্ডাষ্ট্রির অন্দরে গুঞ্জন, বিজয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে রশ্মিকার ৷ ফলে 'অর্জুন রেড্ডি'তে দেখানো বিজয়ের চরিত্র এবং 'অ্যানিম্যাল' ছবিতে দেখানো রণবীর কাপুরের চরিত্রকে অন্যরকমভাবে দেখার অনুরোধ করেছেন রশ্মিকা ৷ তিনি বলেন, "আমি যখন কবীর সিং বা অর্জুন রেড্ডি দেখি, আমার মনে হয়নি এটা কোনও ভায়োলেন্ট ছবি ৷ এখানে ভালোবাসার তীব্রতা দেখানো হয়েছে ৷ একই বিষয় অ্যানিম্যাল ছবির ক্ষেত্রেও ৷"
তিনি আরও বলেন, "যেখানে আপনারা কিছুটা ভায়োলেন্স দেখতে পাবেন ৷ কিন্তু ছবিতে ইমোশনও রয়েছে প্রচণ্ড পরিমাণে ৷ পরিচালক হিসাবে সন্দীপ অকৃত্রিম বাস্তববাদী ৷ রূপোলি পর্দায় দেখানোর জন্য় অনেকে সুন্দর প্রতিচ্ছবি তৈরি করে চরিত্রদের কিন্তু সন্দীপ যেটা বাস্তব সেটাই তুলে ধরেন ৷"এরআগে এক সাক্ষাৎকারে রণবীর কাপুর প্রশংসা করেছেন অর্জুন রেড্ডি ছবির ৷ তিনি জানিয়েছিলেন এই ছবি, পাওয়ারফুল ও ইমপ্যাক্টফুল ৷
তবে রশ্মিকা ও রণবীর পরিচালক সন্দীপের পাশে দাঁড়ালেও নেটিজেনদের তীক্ষ্ণ ও তীর্যক মন্তব্য বন্ধ হয়নি ৷ প্রত্যেকের বক্তব্য একটাই ভালোবাসায় অন্ধ হয়ে এমন কথা বলেছেন তারকারা ৷ অন্যদিকে, 'অ্যানিম্যাল' ছবিতে বাবা-ছেলের সম্পর্ক তুলে ধরছেন রণবীর। যেখানে তাঁকে গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে ৷ পয়লা ডিসেম্বর হিন্দি, তেলুগু, মালয়লম, তামিল ও কন্নড় ভাষায় মুক্তি পাবে 'অ্যানিম্যাল' ৷