পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Nayanthara-Vignesh Love Story: বিঘ্নেশ-নয়নতারার বিয়ের গল্প এবার আসছে নেটফ্লিক্সে - Nayanthara Vignesh Love Story

পরিচালক বিঘ্নেশ শিবান এবং দক্ষিণী অভিনেত্রী নয়নতারার বিয়ের গল্প এবার আসতে চলেছে নেটফ্লিক্সে ৷ গত 6 বছর ধরে সম্পর্কে আবদ্ধ থাকার পর অবশেষে 9 জুন বিয়ের পিঁড়িতে বসেন এই তারকা দম্পতি (Nayanthara Vignesh Shivan documentary Netflix) ৷

Nayanthara-Vignesh Love Story
বিঘ্নেশ নয়নতারার বিয়ের গল্প এবার আসছে নেটফ্লিক্সে

By

Published : Jul 21, 2022, 9:20 PM IST

হায়দরাবাদ, 21 জুলাই:পরিচালক বিঘ্নেশ শিবান এবং দক্ষিণী অভিনেত্রী নয়নতারার বিয়ের গল্প এবার আসতে চলেছে নেটফ্লিক্সে (Nayanthara Vignesh Shivan documentary Netflix) ৷ এই বিয়ের তথ্যচিত্র শীঘ্রই দেখতে পাবেন দর্শকরা ৷ গত 6 বছর ধরে সম্পর্কে আবদ্ধ থাকার পর অবশেষে 9 জুন বিয়ের পিঁড়িতে বসেন এই তারকা দম্পতি ৷ দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত, মণিরত্নম এবং বনি কাপুর-সহ ইন্ডাস্ট্রির আরও অনেকেই উপস্থিত ছিলেন এই বিয়েতে ৷ এছাড়া নয়নতারার আগামী ছবির নায়ক শাহরুখ খান তো ছিলেনই ৷

নেটফ্লিক্স ইন্ডিয়ার সিরিজ হেড তানিয়া বামি একটি বিবৃতিতে জানিয়েছেন, "আমরা হলাম সেই ধরনের কন্টেন্টের আঁতুর ঘর যা তরতাজা এবং আকর্ষণীয় যা ভারত এবং দেশের বাইরেও দর্শকের সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষমতা রাখে ৷ নয়নতারা প্রায় 20 বছরের কেরিয়ারে একজন সত্যিকারের সুপারস্টার ৷" তিনি আরও জানিয়েছেন এই পুরো তথ্যচিত্রটি পরিচালনার দায়িত্ব রয়েছে গৌতম বাসুদেবনের হাতে ৷ সঙ্গে রয়েছে রাউডি পিকচার্স ৷ খুব শীঘ্রই এই রূপকথার মত বিয়ের কাহিনিটি দেখতে পাবেন দর্শকরা ৷

আরও পড়ুন:ক্যাটের জন্মদিনের আনন্দে মাতলেন সানি ইসাবেল

এমনকী এর আগে যখন বিয়ের ছবি পোস্ট করা হয় বিঘ্নেশের তরফে তখনও নিয়ম লঙ্ঘন নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ কারণ নেটফ্লিক্স এই বিয়ের পুরো সত্ত্বটিই কিনে নিয়েছিল যার জেরে অন্য কেউ ছবি পোস্ট করতে পারবে না ৷ আগামীতে শাহরুখের হাত ধরে 'জওয়ান' ছবিতে পর্দায় আসতে চলেছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details