হায়দরাবাদ, 21 জুলাই:পরিচালক বিঘ্নেশ শিবান এবং দক্ষিণী অভিনেত্রী নয়নতারার বিয়ের গল্প এবার আসতে চলেছে নেটফ্লিক্সে (Nayanthara Vignesh Shivan documentary Netflix) ৷ এই বিয়ের তথ্যচিত্র শীঘ্রই দেখতে পাবেন দর্শকরা ৷ গত 6 বছর ধরে সম্পর্কে আবদ্ধ থাকার পর অবশেষে 9 জুন বিয়ের পিঁড়িতে বসেন এই তারকা দম্পতি ৷ দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত, মণিরত্নম এবং বনি কাপুর-সহ ইন্ডাস্ট্রির আরও অনেকেই উপস্থিত ছিলেন এই বিয়েতে ৷ এছাড়া নয়নতারার আগামী ছবির নায়ক শাহরুখ খান তো ছিলেনই ৷
নেটফ্লিক্স ইন্ডিয়ার সিরিজ হেড তানিয়া বামি একটি বিবৃতিতে জানিয়েছেন, "আমরা হলাম সেই ধরনের কন্টেন্টের আঁতুর ঘর যা তরতাজা এবং আকর্ষণীয় যা ভারত এবং দেশের বাইরেও দর্শকের সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষমতা রাখে ৷ নয়নতারা প্রায় 20 বছরের কেরিয়ারে একজন সত্যিকারের সুপারস্টার ৷" তিনি আরও জানিয়েছেন এই পুরো তথ্যচিত্রটি পরিচালনার দায়িত্ব রয়েছে গৌতম বাসুদেবনের হাতে ৷ সঙ্গে রয়েছে রাউডি পিকচার্স ৷ খুব শীঘ্রই এই রূপকথার মত বিয়ের কাহিনিটি দেখতে পাবেন দর্শকরা ৷