মুম্বই, 20 এপ্রিল : পর্দায় আসার পর থেকেই ভূয়সী প্রশংসা কুড়িয়েছে সঞ্জয়লীলা বনশালি এবং আলিয়া ভাট জুটির শেষ ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ৷ শুধু সমালোচকদের প্রশংসাই নয়, যথেষ্ট ব্যবসায়িক সাফল্যও লাভ করেছে এই ছবি ৷ ফেব্রুয়ারির 25 তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ৷ আর এবার সামনে এল ছবির ডিজিটাল প্রিমিয়ারের তারিখ ৷ ছবির ডিজিটাল প্রিমিয়ার করবে ওটিটি প্লার্টফর্ম নেটফ্লিক্স (Gangubai Kathiawadi Digital Premiere Date) ৷
তাঁদের টুইটার হ্যান্ডেল থেকে এই কথা নিজেরাই ঘোষণা করেছে নেটফ্লিক্স ইন্ডিয়া ৷ টুইটে বলা হয়েছে, "দেখ, দেখ চাঁদ এসে গিয়েছে ৷ গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি আসছে 26 এপ্রিল ৷" অর্থাৎ আর মাত্র 6 দিন পরেই বাড়ি বসে নিজেদের সময়মত এই ছবির মজা উপভোগ করতে পারবেন আলিয়া ফ্যানেরা ৷ ছবিটি যে এই বছরের একটি অন্যতম বড় হিট, তা বলা যেতেই পারে ৷ বক্স অফিসে প্রায় 130 কোটি টাকার ব্যবসা দিয়েছে সঞ্জয়লীলা বনশালির এই প্রজেক্ট ৷