পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Rishi Kapoor Birthday: ঋষি কাপুরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আবেগী পোস্ট নীতুর

ঋষি কাপুরের (Rishi Kapoor Birthday) জন্মদিনে তাঁকে নিয়ে আবেগী পোস্ট করলেন তাঁর স্ত্রী নীতু কাপুর (Neetu Kapoor)৷ প্রয়াত অভিনেতার সঙ্গে নিজের একটি পুরনো ছবি শেয়ার করেছেন তিনি ৷

neetu-kapoor-shares-throwback-picture-marking-rishi-kapoors-birthday
ঋষি কাপুরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আবেগী পোস্ট নীতুর

By

Published : Sep 4, 2022, 7:04 PM IST

মুম্বই, 4 সেপ্টেম্বর: আজ বলিউডের প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের জন্মদিন (Rishi Kapoor Birthday)৷ এই বিশেষ দিনে হাবিকে স্মরণ করে একটি আবেগী পোস্ট করলেন তাঁর স্ত্রী নীতু কাপুর (Neetu Kapoor)৷ নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে তাঁদের একটি আনন্দের মুহূর্তের ছবি পোস্ট করে ঋষি কাপুরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷

রবিবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ঋষি কাপুর ও তাঁর একটি ছবি পোস্ট করেছেন 'যুগ যুগ জিও' স্টার ৷ সেই ছবিতে দুজনেই কালো পোশাক পরে আছেন ৷ দেখে মনে হচ্ছে, কোনও একটি পার্টিতে গিয়ে ক্যামেরায় পোজ দিচ্ছেন বলিউডের এই দম্পতি ৷ নীতুর গলায় রয়েছে একটি রঙিন পালকের বো আর ঋষির চোখে ইয়াব্বড় এক রোদচশমা ৷ ছবিতে হাবির চিবুকে হাত দিয়ে এক গাল হাসছেন নীতু ৷ এই ছবিটি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, "হ্যাপি বার্থডে ৷"

দু বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর 2020 সালে 30 এপ্রিল মুম্বইয়ে প্রয়াত হন ঋষি কাপুর ৷ মৃত্যুকাল তাঁর বয়স হয়েছিল 67 বছর ৷ সেই সময় ইনস্টাগ্রামে নীতু তাঁর পোস্টে লিখেছিলেন, "আমাদের গল্পের সমাপ্তি ৷" এরপর গত বছর প্রয়াত অভিনেতার 69তম জন্মদিনে তাঁর উচ্চতার সমান একটি কাটআউট তৈরি করিয়েছিলেন নীতু কাপুর ৷ সেই কাটআউকে ঘিরেই তোলা হয় গ্রুপ ফটো ৷ সেই ছবিতে দেখা গিয়েছে, ঋষি কাপুরের ভাই রণধীর কাপুর (Randhir Kapoor), বন্ধু শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha), বরুণ ধাওয়ান (David Dhawan)-সহ আরও অনেককে ৷ বার্থ ডে সেলিব্রেশনের সেই ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছিলেন নীতু ৷ সেই ছবি মনে করিয়ে দিয়েছিল কাপুর অ্যান্ড সনসের (Kapoor And Sons) সোনালি মুহূর্তকে ৷

আরও পড়ুন:ঋষি কাপুরকে জড়িয়েই জন্মদিন পালন নীতুর, চমক বার্থ ডে কেকেও

এই স্টার দম্পতিকে রিল লাইফে রোম্যান্স করতে দেখা গিয়েছে জিন্দা দিল, খেল খেল মেইন, অমর আকবর অ্যান্টনি, দো দুনি চারের মতো বলিউডের বেশ কিছু ছবিতে ৷

ABOUT THE AUTHOR

...view details