মুম্বই, 13 এপ্রিল :বিয়ের সমস্ত রীতি-নীতি শুরু হয়ে গিয়েছে বুধবার থেকেই ৷ কিন্তু রণবীর আর আলিয়া বিয়ের পিঁড়িতে বসছেন কবে ? তা নিয়ে ধন্দে ছিলেন অনুরাগী থেকে শুরু করে পাপারাৎজিরা ৷ কিন্তু বুধের সন্ধেয় মেহন্দি অনুষ্ঠানের শেষে সব জল্পনা ওড়ালেন রণবীরের মা নীতু কাপুর ৷ বৃহস্পতিবারই চার হাত এক হচ্ছে রণবীর এবং আলিয়ার ৷ জানিয়ে দিলেন ঋষি-জায়া (Neetu Kapoor says Ranbir-Alia will tie the knot 14 April), সঙ্গে ছিলেন রণবীরের বোন ঋদ্ধিমা কাপুর ৷
বান্দ্রায় কাপুর পরিবারের বাস্তু অ্যাপার্টমেন্টেই বসছে 'রণলিয়া'-র বিবাহ অনুষ্ঠান (The marriage will be at Vastu apartment) ৷ বাস্তুর বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুধবার আলিয়ার হবু শাশুড়ি নীতু কাপুর বলেন, "আগামিকাল বাস্তুতেই রণবীর-আলিয়ার বিয়ে ৷" আর সেই সঙ্গেই যেন হাঁফ ছেড়ে বাঁচে সোশ্যাল মিডিয়ায় দুই লাভবার্ডের অগণতি অনুরাগী ৷ শুধু তাই নয়, হবু বৌমা আলিয়াই রণবীরের যোগ্য বউ ৷ তাও সাংবাদিকদের বলেন নীতু কাপুর ৷