পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Ranbir-Alia Wedding : বৃহস্পতিবারই চার হাত এক হচ্ছে রণবীর-আলিয়ার, নিশ্চিত করলেন নীতু কাপুর - বৃহস্পতিবারই চার হাত এক হচ্ছে রণবীর-আলিয়ার, নিশ্চিত করলেন নীতু কাপুর

বান্দ্রায় কাপুর পরিবারের বাস্তু অ্যাপার্টমেন্টেই বসছে 'রণলিয়া'-র বিবাহ অনুষ্ঠান (The marriage will be at Vastu apartment) ৷ বাস্তুর বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন হবু শাশুড়ি নীতু কাপুর বলেন, "14 এপ্রিল বাস্তুতেই রণবীর-আলিয়ার বিয়ে ৷"

Ranbir-Alia Wedding
বৃহস্পতিবারই চার হাত এক হচ্ছে রণবীর-আলিয়ার, নিশ্চিত করলেন নীতু কাপুর

By

Published : Apr 13, 2022, 8:47 PM IST

Updated : Apr 14, 2022, 1:53 PM IST

মুম্বই, 13 এপ্রিল :বিয়ের সমস্ত রীতি-নীতি শুরু হয়ে গিয়েছে বুধবার থেকেই ৷ কিন্তু রণবীর আর আলিয়া বিয়ের পিঁড়িতে বসছেন কবে ? তা নিয়ে ধন্দে ছিলেন অনুরাগী থেকে শুরু করে পাপারাৎজিরা ৷ কিন্তু বুধের সন্ধেয় মেহন্দি অনুষ্ঠানের শেষে সব জল্পনা ওড়ালেন রণবীরের মা নীতু কাপুর ৷ বৃহস্পতিবারই চার হাত এক হচ্ছে রণবীর এবং আলিয়ার ৷ জানিয়ে দিলেন ঋষি-জায়া (Neetu Kapoor says Ranbir-Alia will tie the knot 14 April), সঙ্গে ছিলেন রণবীরের বোন ঋদ্ধিমা কাপুর ৷

বান্দ্রায় কাপুর পরিবারের বাস্তু অ্যাপার্টমেন্টেই বসছে 'রণলিয়া'-র বিবাহ অনুষ্ঠান (The marriage will be at Vastu apartment) ৷ বাস্তুর বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুধবার আলিয়ার হবু শাশুড়ি নীতু কাপুর বলেন, "আগামিকাল বাস্তুতেই রণবীর-আলিয়ার বিয়ে ৷" আর সেই সঙ্গেই যেন হাঁফ ছেড়ে বাঁচে সোশ্যাল মিডিয়ায় দুই লাভবার্ডের অগণতি অনুরাগী ৷ শুধু তাই নয়, হবু বৌমা আলিয়াই রণবীরের যোগ্য বউ ৷ তাও সাংবাদিকদের বলেন নীতু কাপুর ৷

মেহন্দি অনুষ্ঠানে সাদা লেহঙ্গায় করিনা

এর আগে বুধবার মেহন্দি অনুষ্ঠান ঘিরে চাঁদের হাট বসেছিল রণবীর কাপুরের বান্দ্রার ঠিকানায় ৷ যেখানে কাপুর পরিবারের সদস্যরা তো ছিলেনই, এসেছিলেন আলিয়ার মা সোনি রাজদান, বোন শাহীন ভাট ৷ তবে ভাইয়ের বিয়ে বলে কথা, স্বাভাবি পাপারাৎজিদের বাড়তি নজরে ছিলেন তুতো-বোন করিনা কাপুর এবং করিশ্মা কাপুর ৷ করিনা সাদা এবং করিশ্মা হলুদ লেহেঙ্গায় নজর কাড়েন এদিন ৷

মেহন্দি অনুষ্ঠানে করিশ্মা কাপুর

আরও পড়ুন : শাশুড়ি হতে চলেছে বান্ধবী, আলিয়ার মা-কে শুভেচ্ছা জানিয়ে বিয়ের জল্পনায় সিলমোহর ইলার

এদিকে রণলিয়ার বিয়ে উপলক্ষ্যে আলোয় সেজে উঠেছে অভিজাত রাজ বাংলো এবং কাপুর পরিবারের ঠিকানা রাজ বাংলো ৷ সূত্রের খবর, রাজ বাংলো থেকেই ঋষি-পুত্রের বারাত বৃহস্পতিবার পৌঁছবে বাস্তু অ্যাপার্টমেন্টে ৷ তার আগে আজ রাতে সঙ্গীতানুষ্ঠান ঘিরে এখন তোড়জোড় দুই পরিবারের ৷ বিয়ের আগে রণলিয়াকে এদিন সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন 'বিগ বি' |

Last Updated : Apr 14, 2022, 1:53 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details