মুম্বই, 14 এপ্রিল : প্রায় দু'বছর হতে চলল প্রয়াত হয়েছেন কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুর ৷ তবে তাঁর অভাব এখনও লেগে আছে পরিবারের আনাচে কানাচে । জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ঋষি পুত্র রণবীর ৷ কিন্তু এত আনন্দের মাঝেও প্রয়াত স্বামীকে ভীষণ রকম মিস করছেন নীতু কাপুর ৷ ছেলের বিয়ের আবহে গতকালই নিজেদের বিয়ের ছবি শেয়ার করেছিলেন নীতু (Neetu Kapoor is Missing Rishi Kapoor) ৷
আর আজ মেহেন্দির যে ছবি শেয়ার করলেন তিনি, তাতেও দেখা গেল ঋষি কাপুরের নাম ৷ অতি কৌশলে আঙুলে মেহেন্দির মধ্যে জীবনসঙ্গীর নাম লিখে রেখেছেন অভিনেত্রী ৷ যা দেখেই বোঝা যায় আজকের এই বিশেষ দিনে প্রিয় চিন্টুজিকে কতখানি মিস করছেন তিনি ৷ একইসঙ্গে সামনে এসেছে বিয়ের অনুষ্ঠানের আরও নানা ঝলক ৷