মুম্বই, 30 এপ্রিল :দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে প্রয়াত স্বামীকে স্মরণ করে আবেগে ভাসলেন নীতু কাপুর (Neetu Kapoor Gets Emotional Remembering Rishi Kapoor)৷ ৷ দু'বছর আগে এই দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুর ৷ দীর্ঘদিনের সঙ্গীকে হারিয়ে ব্যাথাতুর নীতু আজ লেখেন, '45 বছরের একজন সঙ্গীকে হারানো কঠিন এবং বেদনাদায়ক ।'
63 বছর বয়সি অভিনেত্রী এদিন নিজের ইনস্টা হ্য়ান্ডেলে একটি ডান্স রিয়েলিটি শোয়ের ভিডিয়োও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে বিচারকের আসনে রয়েছেন তিনি ৷ আর সেখানেও নানাভাবে উঠে এসেছে ঋষি কাপুরের কথা ৷ চোখের জল ধরে রাখতে পারেননি নীতু ৷
এই ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, "আজ দু'বছর হল ঋষিজি আমাদের ছেড়ে চলে গেছেন …45 বছরের একজন সঙ্গীকে হারানো কঠিন এবং বেদনাদায়ক ৷ সেই সময়ে আমার হৃদয়ের ব্যথা নিরাময়ের একমাত্র উপায় ছিল নিজেকে মানসিকভাবে ব্যস্ত রাখা.. সিনেমা এবং টেলিভিশন আমাকে এটা করতে সাহায্য করেছিল ভীষণভাবে ৷ ঋষিজি সবসময় মনে থাকবেন এবং চিরকাল সবার হৃদয়ে থাকবেন ৷"
আরও পড়ুন : ছেড়ে যাওয়ার দিনে ফিরে দেখা প্রিয় ঋষির অভিনয় কেরিয়ার
রিয়েল লাইফ এই কাপল পর্দাতেও মন মাতিয়েছিলেন বহুবার ৷ 'জিন্দা দিল', 'খেল খেল মে', 'অমর আকবর অ্যান্টনি', 'দো দুনি চার'-এর মত ছবিগুলিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা ৷ সম্প্রতি পুত্র রণবীরের বিয়ের সময়ও নানাভাবে ঋষি কাপুরকে স্মরণ করতে দেখা গিয়েছিল নীতুকে ৷