হায়দরাবাদ, 10 এপ্রিল : বলিউডে এখন বিয়ের আবহ ৷ চলতি মাসেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই মুহূর্তে গ্ল্যামার জগতের সবচেয়ে চর্চিত লাভ বার্ডস রণবীর কাপুর ও আলিয়া ভাট (Neetu Kapoor on Ranbir-Alia wedding) ৷ তবে সতীর্থদের মতোই তাঁরাও নিজেদের এই বিশেষ দিনটাকে ব্যক্তিগতই রাখতে চাইছেন ৷ তাই তাঁদের মুখ থেকে বিয়ের কোনও কথা স্পষ্ট ভাবে শোনা যায়নি ৷ তবে মুখ খুলেছেন রণবীরের মা নীতু কাপুর ৷
ডান্স দিওয়ানে জুনিয়ারে টেলিভিশনের ডান্স রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে অভিষেক ঘটেছে নীতু কাপুরের (Neetu Kapoor on Alia Bhatt) ৷ সেখানেই তাঁকে প্রশ্ন করা হয় ছেলের বিয়ের বিষয়ে ৷ নীতু বলেন, "আমি এই বিয়েটা সেলিব্রেট করতে চাই ৷ চিৎকার করে বলতে চাই সবাইকে ৷ তবে আজকালকার বাচ্চারা অন্যরকম ৷ ওরা দু'জনেই ব্যক্তিগত জীবন উপভোগ করে ৷ কবে বিয়ে করে নেবে জানি না, তবে হবে নিশ্চয়ই ৷ আমার প্রার্থনা যেন বিয়েটা তাড়াতাড়িই হয়ে যায়, কারণ আমি ওদের দু'জনকেই খুব ভালোবাসি ৷"
হবু পুত্রবধূ আলিয়া (Ranbir Alia wedding) সম্পর্কেও উচ্ছ্বসিত নীতু কাপুর (Neetu Kapoor on Ranbir marrying Alia) ৷ রণবীরের গার্লফ্রেন্ডের ভূয়সী প্রশংসা করে তিনি বলেছেন, "ও খুব ভাল একজন মানুষ ৷ রণবীর ও আলিয়া একে-অপরের জন্যই তৈরি হয়েছে ৷ ওরা সত্যিই একে-অপরের পরিপূরক ৷"