পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

নতুন বছরে আসছে ভালোবাসার ছবি 'তিলোত্তমা', অভিনয়ে নীল-তৃণা - Neel Trina New Film

New Film Tilottama: নতুন বছরে মুক্তি পেতে চলেছে ভালোবাসার ছবি 'তিলোত্তমা' ৷ বিভিন্ন চরিত্রে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, নীল ভট্টাচার্য, তৃণা সাহা, ঋতব্রত মুখোপাধ্যায়দের ৷

Neel Trina New Film
ভালোবাসার ছবি তিলোত্তমা

By ETV Bharat Bangla Team

Published : Dec 27, 2023, 9:48 PM IST

কলকাতা, 27 ডিসেম্বর: নতুন বছরে মুক্তি পেতে চলেছে 'তিলোত্তমা' । ইতিমধ্যেই হাজির হয়েছে ছবির মোশন পোস্টার। বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, নীল ভট্টাচার্য, তৃণা সাহা, ঋতব্রত মুখোপাধ্যায় এবং রাইকে । ছবিতে নীল এবং তৃণাকে অবশ্য জুটি হিসেবে দেখা যাবে না। বরং তাঁদের দেখা যাবে অন্যভাবে । আর সেখানেই আছে চমক।
'তিলোত্তমা' মানে কি শুধু কি এই শহরের গল্প? না তা একেবারেই নয় । সৌম্যজিৎ আদক পরিচালিত 'তিলোত্তমা' বলবে সাধারণ মানুষের জীবনের গল্প, একে অপরের প্রতি ভরসার গল্প, অচেনা থেকে পরিচিত হয়ে ওঠার গল্প । কলকাতা শহরকে কেন্দ্র করেই এক নিঃস্বার্থ ভালোবাসার গল্প বুনেছেন সৌম্যজিৎ আদক । মুক্তি পেয়েছে ছবির অফিসিয়াল মোশান পোস্টার । হাজির হয়েছে অভিনেতা-অভিনেত্রীদের ফার্স্ট লুক ।

আসছে নতুন ছবি তিলোত্তমা

এই সিনেমার প্রধান চরিত্রে পরাণ বন্দ্যোপাধ্যায় । তিলোত্তমা নামে একটি অনাথ আশ্রম চালায় তাঁর চরিত্রটি । বেশ কিছু অনাথ শিশুদের মাথার ছাদ ও শিক্ষাদান করা তার অভ্যাস। পাশাপাশি একজন সিঙ্গেল মাদারের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তৃণা সাহাকে ৷ মিউজিশিয়ানের চরিত্রে অভিনয় করবেন নীল ভট্টাচার্য । বড় পর্দায় একসঙ্গে রয়েছেন নীল ও তৃণা । তবে পর্দায় জুটি বাঁধছেন না এই রিয়েল লাইফ জুটি ।

পরিচালক জানিয়েছেন, তাঁদের দুজনের ট্র্যাক একেবারেই আলাদা । এমনকী একসঙ্গে স্ক্রিনে দেখাও যাবে না তাঁদের । নীল ও তৃণা ছাড়াও এই ছবিতে আরও দুই বিশেষ চরিত্রে রয়েছে ঋতব্রত ও রাই । নীল-তৃণার প্রেম না থাকলেও প্রেমের ছোঁয়া রয়েছে ঋতব্রত ও রাইয়ের চরিত্রে । ঋতব্রত একজন অ্যাকাউন্ট্যান্ট তারই লিভ ইন পার্টনার রাই । পেশায় সে একজন কস্টিউম স্টাইলিস্ট ।

দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে

এছাড়াও ছবিতে রয়েছেন রজত গঙ্গোপাধ্যায়, পূষণ দাশগুপ্ত, পূজা সরকার, রুপদীপ্তা মুখোপাধ্যায়, আকর্ষিণী শেঠ (শিশু শিল্পী)-সহ আরও অনেকে। এই প্রত্যেকটি চরিত্র কীভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে, কীভাবে জীবনের চড়াই উতরাই পেরিয়ে আসে, এই আশ্রমের শ্যামাপদবাবু কীভাবে সবাইকে জীবনের নতুন দিশা খুঁজে পেতে সাহায্য করে, সেই নিয়েই তিলোত্তমার গল্প। নতুন বছরে 'অঞ্জনা প্রেজেন্টস' এর প্রযোজনাতে বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি 'তিলোত্তমা'।

আরও পড়ুন:

  1. বলিউডে বাদশাহি কামব্যাক থেকে সানির পুনরুত্থান... ফিরে দেখা বছরের কিছু সেরা ছবি ও সিরিজ
  2. 25 বছর পর আবার করণের প্রজেক্টে সলমন, ভাইজানের জন্মদিনেই এল সুখবর
  3. 58 য় সলমন, মাঝরাতে মুম্বই ফিরেই ভাগ্নিকে নিয়ে জন্মদিন পালন; ছিলেন কারা ?

ABOUT THE AUTHOR

...view details