মুম্বই, 23 জুন :অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে জড়িত মাদক মামলায় বুধবার রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শৌভিক এবং অন্যান্যদের বিরুদ্ধে ড্রাফট চার্জ পেশ করল এনসিবি (NCB Files Draft Charges Against Rhea And Others) ৷ এর আগে আরিয়ান খান মামলায় নারকোটিক কন্ট্রোল ব্যুরোর সুনাম যথেষ্ট নষ্ট হয়েছিল ৷ কারণ, কোনওরকম তথ্যপ্রমাণ না মেলায় চার্জশিট থেকে শেষ পর্যন্ত আরিয়ানের নাম বাদ দিতে হয়েছিল তাদের ৷ ফলত রিয়া চক্রবর্তীর মামলা নিয়েও যথেষ্ট চাপে ছিল এই কেন্দ্রীয় সংস্থা ৷ তবে এদিন বিশেষ আদালতে এই মামলায় অভিযুক্ত সকলের বিরুদ্ধেই ড্রাফট চার্জ পেশ করল এনসিবি ৷
সরকারি আইনজীবী অতুল সরপাণ্ডে জানান, প্রসিকিউশন আদালতে দাখিল করা চার্জশিটে উল্লেখ করা সমস্ত অভিযুক্তের নামই এই ড্রাফট চার্জে রয়েছে ৷ অর্থাৎ, মোট 33 জন অভিযুক্তের বিরুদ্ধেই চার্জ গঠনের জন্য তথ্যপ্রমাণ পেশ করেছে কেন্দ্রীয় সংস্থা ৷ তদন্ত সংস্থার পক্ষ থেকে আদালতে রিয়া এবং শৌভিকের বিরুদ্ধে মাদক সেবন, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের জন্য মাদক কেনা এবং সংগ্রহের জেরে চার্জ গঠনের আবেদেন জানানো হয়েছে ৷