পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বির্তক হতেই নয়নতারার মুখে 'জয় শ্রী রাম', সোশাল মিডিয়ায় চাইলেন ক্ষমাও

Annapoorani Controversy: ভগবান রাম আমিষ খেতেন ৷ 'অন্নাপূর্ণী' ছবিতে এই দৃশ্যায়ণকে ঘিরেই সোশাল মিডিয়ায় শুরু হয় বিতর্ক ৷ ওটিটি প্ল্যাটফর্ম থেকে ছবি তুলে নেওয়ার পর মৌনতা ভাঙলেন শাহরুখ খানের অভিনেত্রী নয়নতারা ৷

Etv Bharat
বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নয়নতারা

By ETV Bharat Bangla Team

Published : Jan 19, 2024, 10:21 AM IST

হায়দরাবাদ, 19 জানুয়ারি:টানা বিতর্কের পর মৌনতা ভাঙলেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা ৷ 'অন্নাপূর্ণী' ছবিকে কেন্দ্র করে হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগে ক্ষমা চাইলেন অভিনেত্রী ৷ সোশাল মিডিয়ায় পোস্ট করে ক্ষমা চাইলেন শাহরুখ খানের অভিনেত্রী ৷

বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাওয়া অ্যাটলি পরিচালিত 'জওয়ান' ছবিতে নজর কাড়েন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা ৷ এরপরেই পয়লা ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় নয়নতারা অন্নাপূর্ণী ছবি ৷ আর সেই ছবিই একধাক্কায় অভিনেত্রী খ্যাতি থেকে নামিয়ে আনে নীচে ৷ হিন্দুভাবাবেগে আঘাতের অভিযোগে অভিনেত্রী ও ছবির পরিচালক-প্রযোজকদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের পর্যন্ত হয় ৷ অবশেষে মুখ খুললেন অভিনেত্রী ৷

নিজের সোশাল হ্যান্ডেলে অভিনেত্রী লেখেন, "ভগবানের আশীর্বাদ ৷" হাত জোড় করা ইমোজি ব্যবহার করেন ৷ বোল্ড করে লেখেন জয় শ্রী রাম ৷ এরপর ইংলিশ, তামিল ও হিন্দি অভিনেত্রী নিজের বক্তব্য রাখেন ৷ লেখেন, "আসলে আমরা সচেতনভাবে দর্শকদের পজিটিভ বার্তা দিতে চেয়েছিলাম ৷ কিন্তু কোনওভাবে অনুরাগীদের মনে আঘাত করে ফেলেছি ৷ আমরা আশা করিনি, সেন্সর হওয়া ছবি প্রথমে প্রেক্ষাগৃহে দেখানো হয়েছে ৷ তারপর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ৷ আমি এবং আমার টিম কোনওভাবেই কারোর ভাবাবেগে আঘাত করতে চাইনি ৷" তিনি আরও লেখেন, "আমি নিজে ঈশ্বরে বিশ্বাসী ৷ মাঝেমধ্যে ভগবানের দর্শনে মন্দিরে যাই ৷ অথচ অই ছবির কারণে যদি কাউকে আঘাত করে থাকি, তাহলে মন থেকে আমি ক্ষমাপ্রার্থী ৷"

উল্লেখ্য, ছবি মুক্তির কিছুদিনের মধ্যেই বির্তক শুরু হয় 'অন্নাপূর্ণী' ছবিকে কেন্দ্র করে ৷ হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠায় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ও জি স্টুডিয়ো থেকে তুলে নেওয়া হয় এই ছবি ৷ এমনকী, বিশ্ব হিন্দু পরিষদের কাছে ক্ষমা চিঠি পাঠানো হয় জি স্টুডিয়োর তরফে ৷ ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে 'অন্নাপূর্ণী'র প্রযোজক, পরিচালক এবং অভিনেত্রী নয়নতারার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় ৷ হিন্দু আইটি সেলের প্রতিষ্ঠাতা রমেশ শোলাঙ্কি, অভিনেত্রী নয়নতারা, জয়, লেখক-পরিচালক নীলেশ কৃষ্ণ, প্রযোজক যতীন শেঠি, আর রবীন্দ্রণ, এবং পুনিত গোয়েঙ্কা, জি স্টুডিওর চিফ বিজনেস অফিসার শরিক প্যাটেল এবং নেটফ্লিক্স ইন্ডিয়ার প্রধান মনিকা শেরগিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

ABOUT THE AUTHOR

...view details