হায়দরাবাদ, 13 জানুয়ারি:হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগে দক্ষিণী তারকা নয়নতারার মুক্তিপ্রাপ্ত ছবি 'অন্নাপূর্ণী' পড়েছে আইনি বিপাকে ৷ মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে ইতিমধ্যেই এই ছবির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে ৷ এমনকী, পয়লা ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পর ও 29 ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া এই ছবি সরিয়ে দেওয়া হয়েছে সোশাল প্ল্যাটফর্ম থেকে ৷ ভগবান রামকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক নিয়ে এবার সরব নেটপাড়া ৷ ছবির পক্ষে-বিপক্ষে মতামত নিয়ে তোলপাড় সোশাল মিডিয়া ৷
বেশ কিছু নেটিজেন ছবি সরিয়ে নেওয়ার পক্ষে আওয়াজ তুলেছেন ৷ আবার কেউ এই ধরনের ঘটনাকে বাকস্বাধীনতা হরণের কথা বলেছেন ৷ পোস্টে এক নেটিজেন লিখেছেন, "সেন্সরবোর্ডের জন্য অপমানজনক ঘটনা ৷ যাঁর এই ছবি পছন্দ হবে না, দেখবেন না ৷ এটা দেখে মনে হয় শিল্পের স্বাধীনতা নেটফ্লিক্সের কাছে বড় বিষয় নয় ৷ হ্যাশট্যাগ ফ্রিডম অফ স্পিচ, হ্যাশট্যাগ স্টপ সেন্সর ৷"
আর এক নেটিজেন লিখেছেন, "অন্নাপূর্ণী পারিবারিক বিনোদন হিসাবে ভালো ছবি ৷ নয়নতারার অভিনয় নজরকাড়া ৷ তবে ভালো হত, ধর্মীয় দৃষ্টিকোণ ছবিতে না ঢোকালে ভালো হত ৷" আবার সোশাল মিডিয়ায় এই ছবিকে 'প্রোপাগান্ডা' বলেও উল্লেখ করেছেন ৷ অনেক নেটিজেনের মন্তব্য, ছবি দেখার আগে তার সম্পর্কে জেনে নিলেই ভালো হয় ৷ তারপর পছন্দ না হলে দেখবেন না তাঁরা ৷
শুধু তাই নয়, অনেকে আবার ওটিটি প্ল্যাটফর্ম থেকে ছবি সরিয়ে নেওয়ার বিষয়ে তারকারা কেন চুপ তা নিয়ে প্রশ্ন তুলেছেন৷ কেন তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা এই নিয়ে সরব হচ্ছেন না, তা নিয়ে সোশাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন নেটিজেনরা ৷ মালায়লম অভিনেতা পার্বতী থিরুভোথু সেন্সরশিপের বাড়াবাড়িকে বিপদজনক বলে মন্তব্য করেছেন ৷
উল্লেখ্য, ছবি মুক্তির কিছুদিনের মধ্যেই বির্তক শুরু হয় 'অন্নাপূর্ণী' ছবিকে কেন্দ্র করে ৷ হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠায় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ও জি স্টুডিয়ো থেকে তুলে নেওয়া হয়েছে এই ছবি ৷ এমনকী বিশ্ব হিন্দু পরিষদে কাছে ক্ষমা চিঠি পাঠানো হয়েছে জি স্টুডিয়োর তরফে ৷ ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে 'অন্নাপূর্ণী'র প্রযোজক, পরিচালক এবং অভিনেত্রী নয়নতারার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় ৷