হায়দরাবাদ, 31 অগস্ট: ইন্ডাস্ট্রির 'লেডি সুপারস্টার' ৷ নয়নতারা দক্ষিণের এত পরিচিত নায়িকা হওয়া সত্ত্বেও তাঁর কেরিয়ারে তেমনভাবে তিনি সোশাল মিডিয়ায় প্রচারে আসেননি ৷ ইনস্টাগ্রামে তো তাঁর অ্যাকাউন্ট পর্যন্ত ছিল না এতদিন ৷ নেটপাড়াকে এড়িয়েই চলতেন অভিনেত্রী ৷ কিন্তু বৃহস্পতিবার তাঁর নতুন ছবি 'জওয়ান'-এর ট্রেলার মুক্তির ঠিক কিছুক্ষণ আগেই তিনি অভিষেক করলেন ইনস্টাগ্রামে ৷ শেয়ার করলেন তাঁর প্রথম পোস্ট ৷
দুই যমজ সন্তানকে কোলে নিয়ে তিনি শেয়ার করলেন একটি সুন্দর ছোট্ট ভিডিয়ো ৷ 'গডফাদার' খ্যাত নায়িকা এদিন যে রিল শেয়ার করেছেন তাতে তিনি জানান, "আমি এসে গিয়েছি ৷" ফ্যানেরাও বেশ খুশি অভিনেত্রীকে সোশাল মিডিয়ায় দেখে ৷ কমেন্ট বক্সে কেউ শেয়ার করলেন ফায়ার ইমোটিকন, আবার কেউ দিলেন লাভ ইমোজি ৷
অভিনেত্রীকে এদিন দেখা গেল সাদা গেল সাদা পোশাকে আর তাঁর চোখে ছিল কালো সানগ্লাস ৷ অন্যদিকে তাঁর দুই সন্তানের চোখেও ছিল মানানসই রোদচশমা ৷ ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে শোনা গেল রজনীকান্তের 'জেলার' ছবির বিখ্যাত গান 'আলাপপাড়া' ৷ ইতিমধ্য়েই সামনে এসেছে শাহরুখের 'জওয়ান' ছবির ট্রেলার ৷ আর এই ট্রেলার মুক্তির দিনেই ইনস্টাগ্রামে অনুরাগীদের জন্য় বড় উপহার নিয়ে হাজির হলেন তিনি ৷
আরও পড়ুন:'ম্যায় যব ভিলেন বানতা হুঁ না', খলনায়ক শাহরুখে পাগল অনুরাগীরা, মুক্তি পেল ট্রেলার
ছবিতে শাহরুখের সঙ্গে জুটিতে দেখা যাবে তাঁকে ৷ শুধু তিনিই নন থাকবেন প্রিয়ামণি, বিজয় সেতুপতির মতো তারকারাও ৷ অ্যাটলি পরিচালিত এই ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 7 সেপ্টেম্বর ৷ শুধু হিন্দি ভাষায় নয়, দক্ষিণী ভাষাতেও মুক্তি পাবে এই ছবি ৷ ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে শাহরুখের হোম প্রোডাকশন রেড চিলিস এন্টারটেইনমেন্ট ৷ অ্যাটলির এই ছবি এখন কতটা সাফল্য পায় বক্স অফিসে সেটাই দেখার ৷ তবে অনুরাগীরা বেশ আশাবাদী এই নতুন ছবি নিয়ে ৷ তাঁদের দাবি শাহরুখের 'পাঠান' ছবির থেকেও বড় ব্লকবাস্টার হতে চলেছে 'জওয়ান' ৷