হায়দরাবাদ, 21 সেপ্টেম্বর:সবকিছু ঠিকঠাক থাকলে কয়েকদিনের মধ্যেই ব্যাক টু ব্যাক দু'টি 1000 কোটির ছবি উপহার দিতে চলেছেন শাহরুখ খান ৷ বছরের শুরুতে 'পাঠান' ছবিটি হাজার কোটির ক্লাবে জায়গা করে নেওয়ার পর এবার 'জওয়ান'ও এগিয়ে চলেছে সেই পথেই ৷ দু'টি ছবিতেই শাহরুখের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দীপিকা পাড়ুকোন ৷ কিন্তু এই দীপিকার কারণেই নাকি এবার ক্ষুব্ধ শাহরুখের 'জওয়ান' ছবির নায়িকা নয়নতারা ৷ এমনকী তিনি নাকি এও জানিয়েছেন, শীঘ্রই আর বলিউডি কাজ করবেন না তিনি ৷
ঠিক কী অভিযোগ নয়নতারার? বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, ঘনিষ্ঠ মহলে অ্যাটলির প্রতি ক্ষুব্ধ হয়েছেন নয়নতারা ৷ তিনি নাকি দাবি করেছেন, ছবিতে দীপিকার চরিত্রটির স্ক্রিন টাইম কম ঠিকই তবে তার গুরুত্ব অনেক বেশি ৷ এই ধরনের চরিত্রকে স্ক্রিনটাইমের ভিত্তিতে 'ক্যামিয়ো' বলা হলেও আদতে তা ক্যামিয়ো নয় ৷ অন্যদিকে তাঁর চরিত্রটি ছবির মুখ্য নায়িকা হলেও তা তেমন গুরুত্ব পায়নি পরিচালকের কাছে ৷
সূত্রের খবর অনুযায়ী, অ্যাটলির ওপর নায়িকার রাগের কারণ মূলত একটাই ৷ তাঁর বেশকিছু গুরুত্বপূর্ণ দৃশ্য় নাকি এডিটিংয়ে ছেঁটে ফেলেছেন পরিচালক ৷ অন্যদিকে বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, দীপিকার গুরুত্ব নাকি বাড়িয়ে দেওয়া হয়েছে ছবিতে ৷ নয়নতারা দক্ষিণের একজন পরিচিত মুখ ৷ স্বাভাবিকভাবেই পরিচালকের এই আচরণ তাঁর ভালো লাগেনি ৷ আর তাই আগামিদিনে হয়তো বলিউডে নাও দেখা যেতে পারে অভিনেত্রীকে ৷ সংবাদমাধ্যমের কাছে এমনটাই দাবি করেছে দক্ষিণী অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল ৷
আরও পড়ুন:নতুন ছবি মুক্তির আগে 'লালবাগ চা রাজা' র কাছে পুজো দিলেন ভিকি কৌশল
গল্পের দিকে তাকালে দেখা যায় দীপিকার চরিত্রটির সম্পর্ক তৈরি হয় মিলিটারি অফিসার বিক্রম রাঠোরের সঙ্গে ৷ তাঁদের বিবাহও হয় ৷ তবে এরই মাঝে বিক্রমকে শিকার হতে হয় বেশকিছু অনভিপ্রেত ঘটনার ৷ সে শত্রুদের খপ্পরে পড়ে নিখোঁজ হয়ে যায় ৷ অন্যদিকে বিক্রমের স্ত্রীকেও লাঞ্ছনার সম্মুখীন হতে হত ৷ কিন্তু সে রুখে দাঁড়ায় ৷ নিজের হাতে শাস্তি দেয় তার সম্মান ছিনিয়ে নিতে আসা কিছু নরপিশাচকে ৷ ফলত শাস্তির মুখে পড়তে হয় দীপিকার চরিত্রটিকে ৷ জেলেই জন্ম হয় তার পুত্র আজাদের ৷ মোটামুটি এভাবেই এগিয়েছে গল্প ৷ দীপিকার চরিত্রটির গল্পে এতখানি গুরুত্বের বিষয়টি নাকি ভালো লাগেনি নয়নতারার ৷ যদিও সরাসরি কোথাও এই ক্ষোভ ব্যক্ত করেননি নায়িকা ৷