হায়দরাবাদ, 11 জানুয়ারি: ছবি মুক্তির কয়েকদিন পরেই বির্তকে 'জওয়ান' অভিনেত্রী নয়নতারার ছবি ৷ হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ও জি স্টুডিয়ো থেকে সরল 'অন্নপূর্ণী' ৷ মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদকে চিঠি দিয়ে ক্ষমা চেয়ে নিল জি স্টুডিয়ো ৷
'জওয়ান' ছবির সুপার সাকসেসের পর ওভার দ্য টপ প্ল্যাটফর্মে পা রাখেন নয়নতারা ৷ পয়লা ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পায় 'অন্নপূর্ণী' ৷ তারপরেই শুরু হয় বিতর্ক ৷ শিবসেনার প্রাক্তন সদস্য হিন্দু ভাবাবেগে আঘাত হানার অভিযোগ মেনে এফআইআর দায়ের করেন ৷ এরপরেই এই তামিল ছবি দু'টি প্রথমসারির ওটিটি প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া হয় ৷
বির্তকের শুরু সিনেমার বেশকিছু দৃশ্য নিয়ে ৷ তার মধ্যে একটি হল ভগবান রামের মাংস ভক্ষণের দৃশ্য ৷ এরপরেই বিশ্ব হিন্দু পরিষদের মুখ্যপাত্র শ্রীরাজ নাইয়ার তীব্র প্রতিবাদ জানান ৷ তিনি জি স্টুডিয়ো ও ছবির নির্মাতাদের সতর্কীকরণ বার্তা দিয়ে শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্ম থেকে ছবি সরিয়ে নেওয়ার দাবি জানান ৷
তারপরেই জি স্টুডিয়োর তরফ থেকে ক্ষমা চেয়ে চিঠি পাঠানো হয় বিশ্ব হিন্দু পরিষদের কাছে ৷ চিঠিতে বলা হয়, "আমরা বুঝতে পেরেছি ভুল কোথায় হয়েছে ৷ আমরা কখনও কোনও নির্মাতার সৃজনশীলতায় হস্তক্ষেপ করি না ৷ কিন্তু একইসঙ্গে কোনও ধর্মীয় ভাবাবেগকে আঘাতও আমরা মেনে নেব না ৷"
সংস্থা আরও জানিয়েছে, "ছবিটিকে অবিলম্বে ওটিটি থেকে সরাতে যা যা দরকার সেই সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ ছবিটির সহকারি নির্মাতাদের কাছেও ইতিমধ্যেই বিশ্ব হিন্দু পরিষদের উদ্বেগের বিষয়টি সবিস্তারে তুলে ধরা হয়েছে ৷ বলে দেওয়া হয়েছে, যতক্ষণ না ওই বিশেষ অংশটিকে বাদ দেওয়া হচ্ছে, ততক্ষণ ছবিটি ওটিটি-তে ফের মুক্তি দেওয়া হবে না ৷ পাশাপাশি হিন্দু তথা ব্রাহ্মণদের কাছে ক্ষমা চেয়ে সংস্থা জানিয়েছে, এই ছবির জন্য কারও যদি ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগে থাকে তাহলে তারা ক্ষমাপ্রার্থী ৷