হায়দরাবাদ, 26 মে:76তম কান চলচ্চিত্র উৎসব নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে ৷ এই ফিল্ম ফেস্টিভ্যাল ইতিমধ্য়েই এসে পৌঁছেছে শেষ পর্যায়ে ৷ এরই মাঝে নওয়াজউদ্দিন সিদ্দীকির এমন একটি মন্তব্য সামনে এল যা নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মাধ্যমে ৷ সম্প্রতি কানের লাল গালিচায় ঝড় তুলেছেন একের পর এক সুন্দরী ৷ দেখানো হয়েছে দু'টি ভারতীয় ছবি ৷ একটি 'কেনেডি' আর অন্যটি 'আগ্রা' ৷ এবার নওয়াজ যে মন্তব্য করলেন তা এই ছবি এবং লাল গালিচা নিয়েই ৷
সম্প্রতি একটি ইন্টারভিউতে নওয়াজ বলেন, "আপনার ছবি অফিসিয়ালি কানের জন্য নির্বাচিত নাও হতে পারে ৷ তবে আপনি আপনার ছবি ওখানে নিয়ে যেতেই পারেন ৷ ওখানে কিছু অডিটোরিয়াম আছে, যেগুলো ভাড়া দেওয়া হয় ৷ অডিটোরিয়ামের মালিককে টাকা দিয়ে ছবি প্রদর্শনের ব্যবস্থা করা যায় ৷ রেড কার্পেটে নিজের লোকদের নিয়ে আসুন আর ছবি তুলুন ৷ আপনার নিজের লোকদেরই ছবিটি দেখান আর তারপর ফিরে এসে বলুন আমাদের ছবি কান চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে।"