ইন্দোর, 24 মে:'দ্য কাশ্মীর ফাইলস' এবং 'দ্য কেরালা স্টোরি' ছবিগুলির কথা উঠলেই সামনে আসে প্রচার-সর্বস্বতার কথা ৷ প্রোপাগান্ডার কারণেই ছবিগুলির এত সাফল্য এমন দাবি করেন অনেকেই ৷ এবার এই ছবি নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী ৷ তিনি পরিষ্কার জানিয়েছেন, এখনও ছবিটি দেখেননি ৷ তবে ইন্দোরে তাঁর নতুন ছবি 'যোগীরা সা রা রা রা'-র প্রচারে এসে তিনি জানান, যে কোনও ছবির সাফল্যের জন্য প্রচার অত্যন্ত জরুরী ৷
তিনি এও জানান, 'দ্য কেরালা স্টোরি' যখন মুক্তি পেয়েছিল সে সময় তাঁরও একটি ছবি মুক্তি পায় যার নাম 'আফওয়া' কিন্তু ছবিটি তেমন প্রচার পায়নি তাই সেভাবে সাফল্যও আসেনি ৷ তিনি বলেন, "যতক্ষণ দর্শকের কাছে ছবিটি না পৌঁছয়, ছবির প্রচার তো ভীষণ জরুরী ৷ ওইসময় আমারও একটি ছবি মুক্তি পায়। নাম 'আফওয়া'। সেটা গুজবই হয়ে গেল ৷ ছবিটা আমি দেখিনি তাই ছবি নিয়ে আমি কিছু বলব না ৷ তবে ছবি তথ্যের ওপর ভিত্তি করে তৈরি হওয়া উচিত ৷ আর তথ্য যদি ভুল হয় তাহলে আপনারা যা বলছেন (প্রপাগান্ডা) ছবিটিও তাই হয়ে যায় ৷"