মুম্বই, 23 অগস্ট:আসন্ন রিভেঞ্জ ড্রামা 'হাড্ডি'-তে প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী (Revenge Drama Haddi)৷ নিজের চরিত্র নিয়ে নানা ধরনের পরীক্ষানিরীক্ষা করতেই ভালোবাসেন এই অভিনেতা ৷ ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে মেলে ধরতে দেখা যায় তাঁকে ৷ এবারও তাঁর চরিত্রের প্রথম লুক দেখে হকচকিয়ে গেলেন দর্শকরা ৷ আগেই জানা গিয়েছিল এই ছবিতে মহিলার চরিত্রে দেখা যাবে নওয়াজকে (Nawazuddin Siddiqui dressed as a woman)৷ তবে তা যে এমন হতে চলেছে হয়তো ভাবতে পারেননি ফ্যানেরাও (Nawazuddin Siddiqui upcoming films )৷
মঙ্গলবার নির্মাতাদের তরফে জারি করা হয়েছে একটি প্রেস বিজ্ঞপ্তি ৷ এই ছবির হাত ধরেই পরিচালনায় অভিষেক করতে চলেছেন পরিচালক অক্ষত অজয় শর্মা ৷ জি স্টুডিয়োসের ব্যানারে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ছবির প্রযোজনার দায়িত্ব রয়েছে আনন্দিতা স্টুডিয়োসের রাধিকা নন্দা, সঞ্জয় সাহা এবং জি স্টুডিয়োসের ওপর ৷ উত্তরপ্রদেশের গাজিয়াবাদ, নয়ডা এবং পশ্চিম উত্তর প্রদেশের বিভিন্ন জায়গায় শ্যুটিং হবে এই ছবির ৷