মুম্বই, 27 মার্চ: বম্বে হাইকোর্টে প্রাক্তন স্ত্রী আলিয়া আলিয়াস জানিব সিদ্দিকী এবং ভাই শামসুদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে 100 কোটি টাকার মামলা দায়ের করলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী ৷ তাঁর অভিযোগ তাঁর প্রাক্তন স্ত্রী এবং ভাই যে সমস্ত অভিযোগ এনেছেন, তা একেবারে ভিত্তিহীন এবং অত্যন্ত অবমাননাকর ৷ আগামী 30 মার্চ সিঙ্গল বেঞ্চে রয়েছে এই মামলার প্রথম শুনানি (Nawazuddin 100 cr defamation suit against ex wife )৷
নওয়াজ আদালতের কাছে অনুরোধ জানিয়েছেন, তাঁর ভাই এবং স্ত্রী যেন তাঁর বিরুদ্ধে মানহানিকর মন্তব্য় না-করেন ৷ একইসঙ্গে অভিনেতা এও জানিয়েছেন, তাঁর ভাই এবং স্ত্রীকে লিখিত ক্ষমাও চাইতে হবে ৷ নওয়াজের অভিযোগ অনুযায়ী, 2008 সালে তিনি শামসুদ্দিনকে তাঁর ম্যানেজার হিসেবে নিয়োগ করেন ৷ সমস্ত আর্থিক বিষয়গুলি দেখভালের দায়িত্ব তাঁর হাতেই ছিল ৷ কিন্তু শামসুদ্দিন তাঁর সঙ্গে প্রতারণা করেন ৷ এমনকী অভিনেতার টাকায় সম্পত্তিও কেনেন ৷ এই প্রতারণা একসময় ধরা পড়ে যায় ৷ আর তখন শামসুদ্দিন আলিয়াকে নওয়াজের বিরুদ্ধে অভিযোগ আনার জন্য প্ররোচনা দেন ৷