হায়দরাবাদ, 14 অক্টোবর: অনেকদিন পর কলম ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শনিবার একটি গরবা গানের ভিডিয়ো শেয়ার করে প্রধানমন্ত্রী জানালেন নবরাত্রি চলাকালীন তাঁর লেখা গরবা গান আসবে প্রকাশ্যে ৷ সোশাল মিডিয়ায় এমন খবর আসতেই প্রধানমন্ত্রীর অ-দেখা রূপ দেখতে আগ্রহী সকলেই ৷ এমনিতেই, প্রধানমন্ত্রীকে নানা রূপে পাওয়া যায় ৷ কখনও তিনি হারিয়ে যান প্রকৃতির মাঝে, কখনও আবার জনসভার শুরুতেই উদ্ধৃত করেন প্রিয় কবিতার লাইন ৷ তবে তিনি নিজেই যে গুজরাতের লোকগান লিখতেন, তা বড় একটা কেউ জানতেন না ৷ এবার সে কথাই প্রকাশ্যে এল ৷
শনিবার মহালয়া আর রবিবার থেকে শুরু হচ্ছে নবরাত্রি ৷ চলবে 23 অক্টোবর পর্যন্ত ৷ দেশের বিভিন্ন প্রান্তে নবরাত্রি এই কয়েকদিন বেশ ধুমধাম করে পালন করা হয় ৷ এই ন'দিন ধরে গরবা নাচের অনুষ্ঠানে সকলেই অংশগ্রহণ করে থাকেন ৷ গায়িকা ধ্বানি ভানুশালী নবরাত্রির শুভদিনকে সামনে রেখে শনিবার প্রকাশ্যে আনেন নতুন গান 'গরবো' ৷ যা লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গানে যেখানে গুজরাতের অন্যতম অনুষ্ঠান গরবাকে সামনে রেখে তুলে ধরেছেন তিনি ৷ যা তিনি ট্যাগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ৷