পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'নাতু নাতু' থেকে 'দ্য এলিফ্যান্ট হুইসপার্স'-'মন কি বাত' অনুষ্ঠানে অস্কারজয়ীদের নিয়ে গর্বিত প্রধানমন্ত্রী

Mann Ki Baat: বছরের শেষ 'মন কি বাত' অনুষ্ঠানে ভারতীয়দের অস্কার জয়ের যাত্রা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ জানালেন এই ছবি দুটির অস্কার প্রত্যেক ভারতীয়র কাছে গর্বের বিষয় ৷

Etv Bharat
Etv Bharat

By PTI

Published : Dec 31, 2023, 1:49 PM IST

নয়া দিল্লি, 31 ডিসেম্বর: বছরের শেষ 'মন কি বাত' অনুষ্ঠানে ভারতীয় অস্কারজয়ীদের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ অনুষ্ঠানটির 108তম পর্বে প্রধানমন্ত্রী আরআরআর ছবির 'নাতু নাতু' ও তথ্যচিত্র 'দ্য এলিফ্যআন্ট হুইসপার্স'-এর অস্কার জয়ের গর্ব ভাগ করে নেন দেশবাসীর সঙ্গে ৷ তিনি বলেন, "বন্ধুরা, যখন নাতু নাতু অস্কার জিতল, তখন গোটা দেশ আনন্দে মেতে উঠেছিল ৷ 'দ্য এলিফ্যআন্ট হুইসপার্স' বিশেষ সম্মান পাওয়ার পর খুশি হননি এমন কেউ নেই ৷ এর মধ্য দিয়েই সারা বিশ্বের কাছে ভারতের সৃজনশীলতা নয়া দৃষ্টান্ত স্থাপন করেছে। পাশাপাশি, ভারতীয়দের সঙ্গে প্রকৃতির যে গভীর সম্পর্ক রয়েছে তাও বোঝা গিয়েছে ৷"

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর এই বক্তব্য শেয়ার করেছেন ৷ তিনি লেখেন, "চলচ্চিত্র থেকে খেলাধুলা, ভারতীয়রা সকলের মন জয় করেছেন। যেখানে 'নাতু নাটু' এবং 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' অস্কারে তাদের জাদু ছড়িয়েছে ঠিক সেখানেই আমাদের খেলোয়াড়রা এশিয়ান গেমস, এশিয়ান প্যারা-গেমস এবং ক্রিকেটে ভারতের জন্য নতুন রেকর্ডও তৈরি করেছেন।"

উল্লেখ্য, এসএস রাজামৌলি পরিচালিত তেলুগু ছবি 'আরআরআর' বক্সঅফিসে আলোড়ন ফেলে ৷ তেলুগুর পাশাপাশি, হিন্দি-সহ আরও বেশ কয়েকটি ভাষায় মুক্তি পাওয়া এই ছবির গান ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায় ৷ রামচরণ ও জুনিয়র এনটিআরের 'নাতু নাতু' গানে তাল মেলাল সকলেই ৷ চন্দ্রবোসের লেখা ও এমএম কিরাবাণীর সুরে সেরা আঞ্চলিক গান হিসাবে 95তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে অস্কার জিতে নেয় 'নাতু নাতু' ৷ এর আগে ভারতের অন্য কোনও ফিচার ফিল্ম অস্কারের মঞ্চে সম্মানিত হয়নি । লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে রাজামৌলির 'আরআরআর'- ছবির এই গান বিশ্বের দরবারে ভারতকে অনন্য স্বীকৃতি এনে দিয়েছিল সেদিন ৷

অন্যদিকে, কার্তিকী গনসালভেস পরিচালিত ও গুনিত মোঙ্গা প্রযোজিত ভারতীয় ছবি 'দ্য এলিফ্যান্ট হুইসপারার্স'- বেস্ট ডকুমেন্টারি শর্ট ফিল্ম বিভাগে অস্কার ছিনিয়ে নেয় ৷ গোল্ডেন গ্লোব ও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডও 'নাতু নাতু'র ঝুলিতে এসেছিল ৷ আন্তর্জাতিক পপ তারকা রিহানা ও লেডি গাগা-কে পিছনে ফেলে প্রথম কোনও তেলুগু গান ভারতকে এই সম্মান এনে দিয়েছিল ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details