মুম্বই, 28 সেপ্টেম্বর:'লতা মঙ্গেশকরকে নকল করা খুব কঠিন'- ঠিক এই ভাষাতেই সুরসাম্রাজ্ঞীকে স্মরণ করেছিলেন বোন আশা ভোঁসলে ৷ অনেকেই সুরের যাত্রা শুরু করেন লতা কণ্ঠী হয়ে ওঠার অদম্য স্বপ্ন নিয়ে ৷ তবে সেই জাদুকরী কণ্ঠ আজও অমলিন শ্রোতাদের কানে ৷ আজ সুর সম্রাজ্ঞীর 94তম জন্মদিন ৷ এই বিশেষ দিনে আসমুদ্রহিমাচল স্মরণ করছে প্রিয় লতাদিদিকে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়-সহ আরও অনেকেই বৃহস্পতিবার স্মরণ করেছেন বিশিষ্ট গায়িকাকে ৷
প্রধানমন্ত্রী এদিন টুইটারে লেখেন, "জন্মদিনে মনে পড়ে যাচ্ছে প্রিয় লতাদিদির কথা ৷ ভারতীয় সঙ্গীতে কয়েক দশক ধরে তিনি যে অবদান রেখে গিয়েছেন তা ভোলার নয় ৷ তাঁর উপস্থাপনা মনে গভীর আবেগের সঞ্চার করে ৷ তাঁর সঙ্গীত আমাদের হৃদয়ে এক চিরকালীন আসন তৈরি করে নিয়েছে ৷" মোদির সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা সকলেরই জানা। কোনও আলোচনায় প্রধানমন্ত্রীর কথা এলে লতা 'নরেন্দ্র ভাই' বলেই সম্বোধন করতেন।
জন্মদিনে সুরসম্রাজ্ঞীকে স্মরণ করলেন মমতা
প্রিয় গায়িকাকে স্মরণ করেছেন অমিত শাহও ৷ তিনি লেখেন, "ভারতীয় সঙ্গীতের ঐতিহ্যকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে লতা দিদি তাঁর জীবন উৎসর্গ করেছেন ৷" ভারতীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকও স্মরণ করেছে কিংবদন্তি গায়িকাকে ৷ সুরসম্রাজ্ঞীকে সোশালে স্মরণ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও ৷ এছাড়া রাজনৈতিক মহল থেকে আরও অনেকেই টুইটে শ্রদ্ধা জ্ঞাপণ করেছেন ৷ তালিকায় রয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ থেকে শুরু করে বিজেপি নেতা অরবিন্দ মেননও ৷
আরও পড়ুন:বিরাট আমার জামাইয়ের মতো, ওকে খুব ভালোবাসি: শাহরুখ
'আজ ফির জিনে কি তমন্না হ্যায়' এক সময় গানে গানে এই ইচ্ছা প্রকাশ করেছিলেন লতা ৷ আর তাঁর সেই ইচ্ছা পূরণও করেছেন সুরের দেবী ৷ 'হামকো হামিসে চুরালো', 'ওঠো ওঠো সুর যায় রে', 'লাগ যা গলে'-র মতো হাজার হাজার গান রেকর্ড করেছেন 'নাইটেঙ্গল অফ ইন্ডিয়া' ৷ কোটি কোটি অনুরাগীকে কাঁদিয়ে 2022 সালের 6 ফেব্রুয়ারি প্রয়াত হন সুর সম্রাজ্ঞী ৷