হায়দরাবাদ, 20 ফেব্রুয়ারি: সোমবার দক্ষিণী অভিনেতা তথা টিডিপি নেতা নন্দমুরি তর্করত্নের শেষকৃত্য ৷ হাজির থাকবেন দক্ষিণী ইন্ডাস্ট্রি তথা রাজনৈতিক জগতের বেশকিছু বিশিষ্ট ব্যক্তি ৷ ইতিমধ্যেই তাঁর বাসভবনে গিয়ে তাঁর বিদেহী আত্মার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন অনেক বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীরা ৷ গত শনিবার প্রয়াত হন এই দক্ষিণী অভিনেতা ৷ বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি (Nandamuri Tarakaratna Last Rites in Hyderabad)৷
গত 27 জানুয়ারি অন্ধ্রপ্রদেশের কুপ্পামে তেলেগু দিশম পার্টির জাতীয় সম্পাদক নারা লোকেশের রাজ্যব্যাপী যুবগালাম পদযাত্রায় হাজির ছিলেন নন্দমুরি ৷ সেই পদযাত্রার সময়ই তিনি হৃদরোগে আক্রান্ত হন ৷ এরপর 23 দিন চলে চিকিৎসকদের লড়াই ৷ তবে শেষরক্ষা হয়নি ৷ গত শনিবার এই অভিনেতা মৃত্যুর কোলে ঢলে পড়েন ৷ তর্করত্নের মরদেহ সোমাবার সকালে হায়দরাবাদের তেলেগু ফিল্ম চেম্বার অফ কমার্সে নিয়ে আসা হবে ৷ সেখানেই তাঁকে শ্রদ্ধা জানাবেন অভিনেতা অভিনেত্রীরা ৷ পরে বিকেল তিনটে নাগাদ জুবিলি হিলসের মহাপ্রস্থানমে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে ৷ টলিউড অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণ এই পুরো অনুষ্ঠানটির তত্ত্বাবধান করছেন ৷