হায়দরাবাদ, 15 জানুয়ারি: প্রধানমন্ত্রী আবেদনে সাড়া দিলেন দক্ষিণী অভিনেতা নাগার্জুনা ৷ জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন মলদ্বীপ ভ্রমণের টিকিট বাতিল করলেন অভিনেতা, পরিবর্তে লাক্ষাদ্বীপে ঘুরতে যাচ্ছেন তিনি ৷ সম্প্রতি পর্যটনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাক্ষাদ্বীপ সফরকে কটাক্ষ করেন মলদ্বীপের কতিপয় মন্ত্রী ৷ তাদের অপমানজনক মন্তব্যের পর জটিল হয়ে ওঠে পরিস্থিতি ৷ দেশের সম্মানরক্ষার্থে প্রতিবাদে সরব হন তারকারাও ৷ পাশাপাশি মলদ্বীপ বয়কটের ডাক দেয় ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ সংস্থাও ৷
পরিপ্রেক্ষিতে তেলুগু ফিল্ম প্রডিউসারস কাউন্সিলের একটি অনুষ্ঠানে নাগার্জুনা তাঁর পরিকল্পনার কথা জানান গীতিকার চন্দ্রাবোস ও এমএম কীরাবানিকে ৷ তিনি বলেন, "আমি টানা 75 দিন ধরে রিয়েলিটি শো বিগ বস ও না সামি রাঙ্গার ছবির শুটিং করে চলেছি ৷ আমি টিকিট বাতিল করেছি এবং পরিকল্পনা করেছি আগামী কিছুদিনের মধ্যেই লাক্ষাদ্বীপ বেড়াতে যাওয়ার ৷ আমি মলদ্বীপের টিকিট ভয় বা অন্য কোনও কারণে টিকিট বাতিল করিনি ৷ আমি টিকিট বাতিল করেছি কারণ তা অস্বাস্থ্যকর বলে ৷"
তিনি আরও বলেন, "সেখানকার মন্ত্রীরা যা বলেছেন বা যা স্টেটমেন্ট দিয়েছেন তা মোটেও স্বাস্থ্যকর নয় ৷ তাঁরা বিরূপ মন্তব্য করেছেন আমাদের প্রধানমন্ত্রী সম্পর্কে ৷ যেটা ঠিক নয় ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 1.5 বিলিয়ন মানুষকে দিশা দেখাচ্ছেন ৷ পরিবর্তে তিনি যে ধরনের ব্যবহার পেয়েছেন তা মোটেও গ্রহণযোগ্য নয় ৷ এর পরিণতি তাদেরও ভুগতে হবে ৷ প্রত্যেক কাজের একটা প্রতিক্রিয়াও থাকে ৷"
তিনি এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আরও জানান, লাক্ষাদ্বীপের বনগারাম দ্বীপে খুব শীঘ্রই তিনি যাবেন ৷ তিনি অস্কারজয়ী সুরকার এমএম কীরাবানিকে লাক্ষাদ্বীপ ভ্রমণে যাওয়ার জন্য বলেন ৷ উল্লেখ্য, বলিউড তারকাদের পর বিজ্ঞপ্তি জারি করে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ সংস্থার তরফে মলদ্বীপ বয়কটের কথা জানানো হয় ৷ মলদ্বীপে শুধু বেড়াতে যাওয়া নয়, সমস্তরকম শুটিং সেখানে বন্ধ করার অনুরোধ জানানো হয় প্রযোজকদের ৷