পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Jeetu Nabanita Separation: বিবাহ বিচ্ছেদের পথে জিতু-নবনীতা, সোশাল মিডিয়ায় জানালেন অভিনেত্রী - Jeetu Nabanita Separation

বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছেন জিতু কমল এবং নবনীতা দাস ৷ অভিনেত্রীর সাম্প্রতিক ফেসবুক পোস্টে রয়েছে তেমনই ইঙ্গিত ৷

Jeetu Nabanita Separation
বিবাহ বিচ্ছেদ জিতু নবনীতার

By

Published : Jun 29, 2023, 3:55 PM IST

Updated : Jun 29, 2023, 4:09 PM IST

কলকাতা, 29 জুন: বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছেন পর্দার সত্যজিৎ রায় অর্থাৎ, অভিনেতা জিতু কমল ৷ নয়া সোশাল মিডিয়া পোস্টে তেমনই ইঙ্গিত দিলেন জিতু কমলের স্ত্রী অভিনেত্রী নবনীতা দাস ৷ তাঁর এই ফেসবুক পোস্ট সামনে আসতেই অবাক হয়েছেন অনুরাগীরা ৷ বৃহস্পতিবার ফেসবুকে জিতুর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন নবনীতা ৷ আর ছবির ক্যাপশনেই তিনি জানিয়েছেন, তাঁর এবং জিতুর দু'টি পথ আজ দু'টি দিকে বেঁকে গিয়েছে ৷

বিচ্ছেদ ঘোষণার পোস্টে অভিনেত্রী লিখেছেন, "টেবিলে আর দু'টো করে প্লেট থাকবেনা ৷ একজনের জন্য বানানো গ্রিন টি আর দু'জনে মিলে ভাগ করে খাওয়া হবেনা ৷ তোয়ালে শেয়ার হবেনা, সানস্ক্রিন ভাগাভাগি হবেনা....কিছুই আর একসঙ্গে হবেনা ৷ তবুও জানি এমতাবস্থায় আমাকে সব কিছু সামলানোর জন্য তুমি ইতিমধ্যেই প্রস্তুত করে দিয়েছো ৷ গ্যাস বুকিং থেকে মেডিক্লেম পে সবটাই শিখিয়ে দিয়েছো ৷ লেখার হাত আমার বরাবরই কাঁচা, এইটা তো তোমার কাজ ছিলো ৷ তাও নিজে একটু চেষ্টা করলাম । তবুও এটাই শ্রেয়, কারণ আমরা দু'জন দু'জনের সঙ্গে ভালো নেই ৷ প্রেম, বন্ধুত্ব, বিয়ে এইসব নিয়ে এক বর্ণময় অধ্যায়ের ইতিটা নয় এইভাবেই হোক ৷ ভালো থাকো জিতু কমল ৷"

তাঁর এই পোস্ট থেকেই স্পষ্ট যে আগামীর পথ আর একসঙ্গে চলতে চান না তাঁরা ৷ জিতু-নবনীতা দু'জনেই ছোটপর্দার জনপ্রিয় স্টার ছিলেন একসময় ৷ ধারাবাহিকের সেটেই জমে ওঠে তাঁদের প্রেম ৷ এরপর বছর পাঁচেক আগে সাতপাকে বাঁধা পড়েন এই তারকা জুটি ৷ কিন্তু সেই বিবাহ দীর্ঘস্থায়ী হল না ৷ বিয়ের পর কাজ অনেক কমিয়ে দিয়েছিলেন ছোটপর্দার নায়িকা ৷ কিছুদিন আগেই আবার নতুন করে কাজ শুরু করেছেন তিনি ৷ 'বিয়ের ফুল' ধারাবাহিকের হাত ধরে আবার তিনি ফিরেছেন ছোট পর্দায় ৷

আরও পড়ুন:স্বস্তিকা পরম বনাম বিক্রম শোলাঙ্কি, শুক্রবারে বক্স অফিসে বিগ ব্যাটেল

অন্যদিকে জিতু কমল এখন বড় পর্দার পরিচিত স্টার ৷ বিশেষ করে 'অপরাজিত' ছবির পর থেকে তুঙ্গে উঠেছে তাঁর জনপ্রিয়তা ৷ জিতুর হাতে এখন একাধিক বড় পর্দার কাজ ৷ সম্প্রতি শ্রাবন্তীর সঙ্গে 'বাবুসোনা' ছবির কাজ সেরে ফিরেছেন অভিনেতা ৷ আবারও শ্রাবন্তীর সঙ্গে তাঁকে দেখা যাবে 'আমি আমার মতো' ছবিতে ৷ কমলেশ্বর মুখোপাধ্যায়ের এই ছবির কাজও শুরু হয়ে গিয়েছে সম্প্রতি ৷

Last Updated : Jun 29, 2023, 4:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details