হায়দরাবাদ, 1 মার্চ: গোল্ডেন গ্লোব জিতে নেওয়ার পর অস্কার 2023-এর আসর মাতাতে প্রস্তুত এখন আরআআর-এর নাতু নাতু (Naatu Naatu Live at Oscars)। মঙ্গলবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে 95তম অস্কারে সরাসরি আরআরআর-এর এই অ্যান্থেম সং পরিবেশন করবেন গায়ক রাহুল সিপলিগঞ্জ এবং কালা ভৈরব ।
টুইটারে ঘোষণা করেছে অ্যাকাডেমি: অ্যাকাডেমির (Naatu Naatu from RRR Live at Oscars 2023) পক্ষ থেকে টুইটারে এই খবর শেয়ার করা হয়েছে ৷ তারা জানিয়েছে যে, হাই-অন-এনার্জি গান নাতু নাতু অস্কারে পরিবেশিত হবে । এমএম কিরাভানির সুরারোপিত এবং চন্দ্রবোসের লেখা নাতু নাতু এসএস রাজামৌলীর পরিচালনায় আরআরআর-এর সবচেয়ে আলোচিত সিকোয়েন্সগুলির মধ্যে অন্যতম । আরআরআর-এর দুই মূল স্থপতি জুনিয়র এনটিআর এবং রাম চরণের দুরন্ত নাচের সঙ্গে কিরাভানির অসাধারণ সুর নাতু নাতুকে এক অবিস্মরণীয় জায়গায় পৌঁছে দিয়েছে ৷
গানটি গাইবেন সিপলিগঞ্জ ও কালা ভৈরব: সিপলিগঞ্জ এবং কালা ভৈরব (Rahul Sipligunj Kaala Bhairava Live at Oscars) 12 মার্চ গানটি পরিবেশন করার জন্য লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে যাবেন । আরআরআর-এর নাতু নাতু চলতি বছরের অস্কারে সেরা মৌলিক গানের ট্রফির দৌড়ে রয়েছে । একই বিভাগে অন্যান্য মনোনীতরা হলেন ডায়ান ওয়ারেন, রিহানা, লেডি গাগা এবং ডেভিড বাইর্ন ।