পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Kangana Mourns Pradeep Sarkar Death: শেষবার একসঙ্গে খাওয়ার ভিডিয়ো পোস্ট, প্রদীপ সরকারের প্রয়াণে শোকস্তব্ধ কঙ্গনা

আসন্ন ছবি নটি বিনোদিনী নিয়ে কথা বলার জন্য শীঘ্রই প্রদীপ সরকারের সঙ্গে দেখা করার কথা ছিল কঙ্গনা রানাওয়াতের ৷ তবে তার আগেই পরিচালকের প্রয়াণের খবর পেয়ে শোকস্তব্ধ কঙ্গনা রানাওয়াত (Kangana Mourns Pradeep Sarkar Death)৷

Kangana Mourns Pradeep Sarkar Death ETV Bharat
কঙ্গনা ও প্রদীপ সরকার

By

Published : Mar 24, 2023, 1:01 PM IST

হায়দরাবাদ, 24 মার্চ:চলচ্চিত্র নির্মাতা প্রদীপ সরকারের প্রয়াণে শোকস্তব্ধ বলিউড ৷ সোশ্যাল মিডিয়ায় তাঁকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সেলিব্রিটিরা ৷ অনেকেই তাঁদের প্রিয় 'দাদা'-এর সঙ্গে সুন্দর স্মৃতিগুলি ভাগ করে নিয়েছেন নেট নাগরিকদের সঙ্গে ৷ পরিচালকের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও ৷ তাঁর আসন্ন চলচ্চিত্র নটি বিনোদিনীর জন্য শীঘ্রই তাঁর প্রদীপ সরকারের সঙ্গে দেখা করার কথা ছিল বলে জানালেন ৷ প্রবীণ পরিচালকের সঙ্গে শেষ বারের মতো একসঙ্গে খাওয়ার একটি ভিডিয়োও শেয়ার করেছেন মণিকর্ণিকা অভিনেত্রী (Kangana Mourns Pradeep Sarkar Death)৷

শুক্রবার সকালে প্রদীপ সরকারের মৃত্যুর খবরে ঘুম ভাঙে সিনেপ্রেমীদের । তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করে একটি টুইট করেছেন কঙ্গনা রানাওয়াত ৷ তাঁর আর প্রদীপের জুটিতে আসন্ন ছবি নটি বিনোদিনীর প্রস্তুতি পর্যায় থেকে একটি ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেত্রী । কঙ্গনা সেখানে বলেছেন যে, তিনি শীঘ্রই মুম্বইতে ফিরে এই চলচ্চিত্র নির্মাতার সঙ্গে দেখা করার কথা ছিল তাঁর । গতকাল নিজের জন্মদিন পালনে রাজস্থানের উদয়পুরে ছিলেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut Twitter)৷

প্রদীপ সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করে টুইটে অভিনেত্রী (Kangana Ranaut on pradeep sarkar demise) লিখেছেন, "প্রদীপ দাদার সঙ্গে আমার শেষবারের খাওয়া, তিনি জানতেন যে আমি বাঙালি খাবার পছন্দ করি, এই ঘটনা নটি বিনোদিনীর প্রস্তুতি সাক্ষাতের সময়ের, প্রথম ফ্রেমে হাতটা তাঁরই... এমন একটি ভয়ংকর খবর, মুম্বই পৌঁছনোর সঙ্গে সঙ্গেই আমাদের দেখা হওয়ার কথা ছিল...আমার হৃদয় ডুবে যাচ্ছে এবং আমি এই মর্মান্তিক খবরের সঙ্গে মানিয়ে নিতে পারছি না ৷"

আরও পড়ুন:প্রয়াত পরিণীতা-মর্দানির পরিচালক প্রদীপ, শোকজ্ঞাপন হনসলের

প্রখ্যাত বাংলা মঞ্চ আইকন নটি বিনোদিনীর বায়োপিকে একসঙ্গে কাজ করছিলেন কঙ্গনা ও প্রদীপ । জীবনীমূলক সেই ছবি গত বছরের শেষের দিকে ঘোষণা করা হয়েছিল এবং নির্মাতারা শীঘ্রই ছবিটির শুটিং শুরু করার পরিকল্পনা করেছিলেন ।

উল্লেখ্য, প্রদীপ সরকারের ডায়ালিসিস চলছিল এবং তাঁর পটাসিয়ামের মাত্রা মারাত্মক কমে গিয়েছিল । মুম্বইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই চলচ্চিত্র নির্মাতাকে । তবে শেষ রক্ষা হয়নি ৷ আজ বিকেল 4টায় সান্তাক্রুজের শ্মশানে তাঁর শেষকৃত্য হবে ।

ABOUT THE AUTHOR

...view details