হায়দরাবাদ, 7 অগস্ট: আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত 'রকি অউর রানি কী প্রেম কাহানি' শুরু থেকেই শিরোনামে ৷ 10 দিনের মধ্যে এই ছবি 100 কোটির ক্লাবে প্রবেশ করেছে ৷ ফলে বক্স অফিসে যেমন এই ছবি আলোচনার বিষয় ছিল, তেমনি এই ছবির একটি দৃশ্য চলে এসেছে চর্চার কেন্দ্রবিন্দুতে ৷ ধর্মেন্দ্র ও শাবানা আজমির চুম্বন দৃশ্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে নেটপাড়ায় ৷ এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ধর্মেন্দ্র-পুত্র সানি দেওল ৷
মুক্তির অপেক্ষায় অনিল শর্মা পরিচালিত 'গদর 2' ৷ জোরকদমে চলছে ছবির প্রচার ৷ এদিন এক সাংবাদিক সানি দেওলকে ধর্মেন্দ্র ও শাবানা আজমির ছবিতে চুম্বন দৃশ্য নিয়ে প্রশ্ন করেন ৷ সেখানে তিনি জানিয়েছেন, এই বিষয়ে তিনি শুনেছেন কিন্তু ছবিটি এখনও দেখেননি ৷
তিনি বলেন, "আমার বাবা সততা ও মানবতার সঙ্গে সবকিছু করতে পারেন ৷ আমার মতে, তিনি একমাত্র অভিনেতা যিনি সবরকম চরিত্র সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন ৷" সানি আরও বলেন, "যদিও আমি ছবিটি এখনও পর্যন্ত দেখিনি ৷ তবে আমি বিষয়টা শুনেছি ৷" এরপর সাংবাদিকদের তরফে তাঁকে প্রশ্ন করা হয়, এই দৃশ্য প্রসঙ্গে বাবার সঙ্গে তাঁর কোনও আলোচনা হয়েছে কি না ৷ জবাবে তিনি বলেন, " না ৷ আমি সরাসরি এই বিষয়ে কী করে বাবার সঙ্গে আলোচনা করতে পারি ! কারণ আমি তাঁর কাজের প্রতি সততার কথা জানি ৷ তাঁর ব্যক্তিত্ব এমনই যে সবকিছু ক্যারি করতে পারেন ৷"
করণ জোহর পরিচালিত 'রকি অউর রানি কী প্রেম কাহানি' ছবিতে দুই হারিয়ে যাওয়া প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে ধর্মেন্দ্র ও শাবানা আজমিকে ৷ তাঁদের নাতি-নাতনিই পরস্পরকে পুনরায় সামনাসামনি নিয়ে আসেন ৷ ছবিতে ধর্মেন্দ্রর নাতির চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং ৷ যাঁর চরিত্রের নাম রকি রানধাওয়া ৷ অন্যদিকে শাবানা আজমির নাতনি হয়েছেন আলিয়া ভাট ৷ যিনি একজন বাঙালি পরিবারের মেয়ে ৷ এখানে আলিয়া চরিত্রের নাম রানি চট্টোপাধ্যায় ৷ এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জয়া বচ্চন, চুর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায়চৌধুরীর মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷
ছবিতে, চুম্বন দৃশ্যে শুটিং প্রসঙ্গে এক সাক্ষাৎকারে প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র জানিয়েছেন, এই দৃশ্য করার সময় কোনওরকম অস্বস্তি তাঁর হয়নি ৷ তিনি বলেন, "আমি শুনেছি, আমার ও শাবানার চুম্বন দৃশ্য দর্শকদের চমকে দিয়েছে ৷ আবার তাঁরা হাততালিও দিয়েছেন ৷ আসলে দর্শক এই চমকের জন্য প্রস্তুত ছিল না ৷ এর আগে আমি শেষ চুম্বন দৃশ্যে অভিনয় করেছিলাম নাফিসা আলির সঙ্গে, 'লাইফ ইন আ মেট্রো' ছবিতে ৷ সেই সময়েও এই দৃশ্য প্রশংসিত হয়েছিল ৷"
আরও পড়ুন: 100 কোটির ক্লাবে 'রকি অউর রানি কি প্রেম কাহানি', উইকএন্ড এবার 'করনটাস্টিক'
তিনি আরও বলেন, "যখন করণ আমাকে এই দৃশ্য সম্পর্কে জানিয়েছিল, আমি এতটুকু উচ্ছ্বসিত হইনি ৷ আম দৃশ্যটা বুঝলাম ৷ সঙ্গে এটাও বুঝলাম যে ছবিতে চরিত্রের জন্য এই দৃশ্যটা প্রয়োজনীয় ৷ আসলে ভালোবাসার কোনও বয়স হয় না ৷ বয়স আসলে একটা সংখ্যা মাত্র ৷ দু'টো মানুষ একে অপরকে চুম্বন করে তাঁদের ভালোবাসা প্রকাশের জন্য ৷ শাবানা এবং আমার এই দৃশ্য শুট করার সময় এতটুকু অস্বস্তি হয়নি ৷"