হায়দরাবাদ, 29 সেপ্টেম্বর: শুক্রবার মুক্তি পেল নিখিল আদবানি পরিচালিত 'মুম্বই ডায়েরিজ সিজন 2' ওয়েব সিরিজের ট্রেলার ৷ সিরিজে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্য়ায় ৷ পরমব্রত চট্টোপাধ্য়ায় অবশ্য় এর আগে এই সিরিজের অংশ ছিলেন না ৷ এবার তাঁর সঙ্গে সিরিজটিতে দেখা যাবে ঋদ্ধি ডোগরাকেও ৷ সম্প্রতি 'জওয়ান' ছবিতে তিনি অভিনয় করেছিলেন শাহরুখ খানের মায়ের ভূমিকায় ৷ এছাড়া রয়েছেন মোহিত রায়না, টিনা দেশাই, সত্যজিৎ দুবে, নাতাশা ভরদ্বাজ এবং মৃন্ময়ী দেশপান্ডে ৷
প্রথম মরশুমে গল্প যেখানে শেষ হয় তারই কয়েক মাস পরের ঘটনা উঠে এসেছে এই সিরিজে ৷ এখানেও নতুন সমস্য়ার মুখে পড়তে হবে বোম্বে জেনারেল হাসপাতালের কর্মীদের ৷ একদিন প্রবল বৃষ্টির জেরে মুম্বইয়ে সৃষ্টি হয় বন্য়া পরিস্থিতি ৷ এহেন অবস্থায় কীভাবে পরিস্থিতি সামাল দেন হাসপাতালের বাকি কর্মীরা সেটাই দেখার এই সিরিজে ৷ এর সঙ্গে জড়িয়ে রয়েছে চিকিৎসক এবং নার্সদের জটিল সম্পর্ক আর ষড়যন্ত্রের জাল ৷ আর তাই এই সিরিজটি আরও বেশ রহস্যময় হতে চলেছে ৷