পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

MM Keeravaani Reaction on Padma Shri: 'সম্মানিত!' পদ্মশ্রী প্রাপ্তির খবর পেয়ে লিখলেন কীরাবাণী - MM Keeravaani Wins Padma Shri

'আরআরআর' ছবির সঙ্গীত পরিচালক এমএম কীরাবাণীকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করছে ভারত সরকার ৷ 'সম্মানিত বোধ করছি' লিখলেন সুরকার (MM Keeravaani on winning Padma Shri) ৷ একইসঙ্গে পদ্ম পুরস্কারে সম্মানিত হতে চলেছেন রবিনা ট্যান্ডনও ৷

MM Keeravaani Wins Padma Shri
এমএম কীরাবাণীকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করছে ভারত সরকার

By

Published : Jan 26, 2023, 11:18 AM IST

Updated : Jan 26, 2023, 12:06 PM IST

হায়দরাবাদ, 26 জানুয়ারি: পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন 'আরআরআর' ছবির সঙ্গীত পরিচালক এমএম কীরাবাণী ৷ রীতি মেনে প্রজাতন্ত্র দিবসের আগে বুধবার পদ্ম পুরস্কার প্রাপকদের নামের তালিকা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার ৷ আর তাতে তালিকাভুক্ত হয়েছেন কীরাবাণীও ৷ উচ্ছ্বসিত কীরাবাণী এদিন লেখেন, "ভারত সরকারের এই পুরস্কারে ভূষিত হয়ে সম্মানিত বোধ করছি ৷" একইসঙ্গে তাঁর মেন্টর থেকে শুরু করে বাবা-মাকে কৃতজ্ঞতাও জানিয়েছেন সুরকার (MM Keeravaani on winning Padma Shri)৷ পদ্ম-পুরস্কারে সম্মানিত হতে চলেছেন রবিনা ট্যান্ডনও ৷

বুধবার সামনে আসে এই পুরস্কারের তালিকা ৷ সম্প্রতি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন কীরাবাণী ৷ তার মধ্য়ে ইতিহাস সৃষ্টি করেছেন গোল্ডেন গ্লোব পুরস্কারের মঞ্চে ৷ তাঁর হাত ধরেই প্রথমবার এশিয়ার কোনও গান জিতে নিয়েছে এই পুরস্কার ৷ এই বিশিষ্ট পরিচালকের তৈরি 'নাতু নাতু' গানটি এখন ভারতকে গর্বিত করছে বিশ্বের মঞ্চে ৷ 'আরআরআর' ছবির এই গান শুধু গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছে তাই নয়, একইসঙ্গে ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডও জিতে নিয়েছে 'নাতু নাতু' ৷ এর আগে অস্কার পুরস্কারের জন্য মনোনীত হওয়ার পর 'নাতু নাতু' নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, 'আমার এখন নিজেকে একজন গর্বিত বাবা মনে হচ্ছে ৷' তিনি এও জানান, তাঁর কাছে এই গান শুধু একটি গান নয় বরং তাঁর সন্তানের মতো ৷

আবার 95তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য়ও মনোনীত হয়েছে এই গানটি ৷ অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে ভারতে আসতে চলেছে আরও একটি অস্কার পুরস্কার ৷ এবার তাঁর এই বিপুল কৃতিত্বের জন্য তাঁকে পদ্ম সম্মানে সম্মানিত করার সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার ৷ কীরাবাণীর মুকুটে এবার যুক্ত হল একটি নতুন পালক ৷ একইসঙ্গে অভিনয় এবং লেখনির ক্ষেত্রে তাঁর অবদানের জন্য পদ্ম সম্মানে সম্মানিত হতে চলেছেন রবিনা ট্যান্ডনও ৷

আরও পড়ুন:প্রথম দিনেই যশ আমিরের ছবিকে পিছনে ফেলল কিং খানের 'পাঠান'
এই তালিকায় আরও রয়েছে সঙ্গীতজ্ঞ জাকির হুসেন, গায়ক বাণী জয়রাম এবং সুমন কল্যাণপুরের মতো বড় নাম ৷ এই বছর 9 জন কৃতিকে পদ্মভূষণ, 6 জন কৃতিকে পদ্মবিভূষণ এবং 91জনকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷

Last Updated : Jan 26, 2023, 12:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details