পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Rani New Film At Box Office: বক্স অফিসে কি সফল রানির 'মিসেস চ্য়াটার্জি ভার্সেস নরওয়ে'? কি বলছে রিপোর্ট কার্ড?

প্রথমদিনে ভারতে 1.27 কোটি টাকা ঘরে তুলে ফেলল রানি মুখোপাধ্য়ায়, অনির্বান ভট্টার্চার্যের নতুন ছবি 'মিসেস চ্য়াটার্জি ভার্সেস নরওয়ে' ৷ অসীমা ছিব্বর পরিচালিত এই ছবির বাজেট ছিল প্রায় 40 কোটি (Mrs Chatterjee vs Norway Box office Collection)৷

Rani New Film At Box Office
1 কোটি টাকা ঘরে তুলে ফেলল রানির নতুন ছবি

By

Published : Mar 18, 2023, 12:36 PM IST

Updated : Mar 18, 2023, 1:37 PM IST

কলকাতা, 18 মার্চ:প্রথম দিনেই আলোচনার শীর্ষে উঠে এসেছে রানি মুখোপাধ্য়ায়, অনির্বাণ ভট্টার্চার্যের নতুন ছবি 'মিসেস চ্য়াটার্জি ভার্সেস নরওয়ে' ৷ নরওয়ে ওয়েলফেয়ার সোসাইটি বাঙালি দম্পতির কাছ থেকে আইনের অজুহাতে কীভাবে ছিনিয়ে নেয় তাঁদের সন্তানকে, ছবিতে উঠে এসেছে সেই কাহিনি ৷ এক মায়ের চরিত্রে রানি নিজেকে অন্য উচ্চতায় তুলে নিয়ে গিয়েছেন ৷ বাঙালি মায়ের লড়াইকে পর্দায় যেভাবে তুলে ধরেছেন অভিনেত্রী তা তাবড় সিনে সমালোচকদের চোখেও জল এনে দিয়েছে ৷ এবার জানা গেল প্রথম দিনে বক্স অফিসেও ভালোই ব্যবসা করেছে অসীমা ছিব্বরের এই ছবি ৷

নির্মাতা জি স্টুডিয়োর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী সারা ভারতে প্রথমদিনে এই ছবি আয় করেছে 1.27 কোটি টাকা (Mrs Chatterjee vs Norway Box office Collection)৷ ছবির অন্যতম প্রধান অভিনেতা অনির্বাণ নিজেই শেয়ার করেছেন বক্স অফিস কালেকশনের রিপোর্ট কার্ড ৷ বলিউডে তাঁর অভিষেক হল এই ছবির হাত ধরে ৷ প্রথম ছবিতেই তাঁকে দেখা গেল নেগেটিভ চরিত্রে ৷ তিনি স্ত্রীর গায়ে হাতও তোলেন এই ছবিতে ৷ আবার পালটা তাঁকে থাপ্পড় মারার দৃশ্য়ে আদতে যেন পুরুষতন্ত্রের গালেই সপাটে থাপ্পড় কষান রানি ৷

সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত রানি যেন নিজের ভিতরে লড়ে গিয়েছেন মা হয়ে ওঠার লড়াই ৷ একসময় সিনেমার শেষ দৃশ্য়ে তাই তিনি বলেই ওঠেন, তিনি ভালো মা নাকি খারাপ মা তা তিনি জানেন না তবে এটুকু ঠিক যে তিনি মা ৷ রানির এই অভিনয়ের পাশে মিঠু চক্রবর্তী, সৌম্য় মুখোপাধ্য়ায়, নীনা গুপ্তা কিংবা গৌরি কাউকেই তেমন আলাদা করে চোখে পড়েনি ৷ তবে একথা ঠিক যে সুস্বাদু রান্নায় যেমন সমস্ত মশলার পরিমাণ ঠিক থাকা জরুরি তেমনই এই ছবিতেও বাকিদের অভিনয় ছিল মার্জিত এবং পরিমিত ৷ আর এই পরিমিতি বোধই নজর কেড়েছে সকলের ৷

আরও পডুন:বিয়ের পর প্রথম জন্মদিন, স্বামীকে মিষ্টি শুভেচ্ছা হংসিকার

বাঙালি মা সাগরিকাকে এখানে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে তাতে নরওয়ের পক্ষ থেকে কিছুটা আপত্তি উঠেছে ঠিকই তবে সাগরিকা তার জবাবও দিয়েছেন ৷ বিভিন্ন সংবাদমাধ্য়মের রিপোর্ট বলছে এই ছবির বাজেট প্রায় 40 কোটি ৷ সেখানে প্রথম দিনের আয় কতটা আশা জাগায় সেটাই দেখার ৷ প্রায় 1045টি স্ক্রিনে বিশ্ব জুড়ে মুক্তি পেয়েছে এই ছবি ৷

Last Updated : Mar 18, 2023, 1:37 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details