হায়দরাবাদ, 26 নভেম্বর: নয় নয় করে পার হয়ে গিয়েছে 15টা বছর। 2008 থেকে 2023, কিন্তু 26/11 মুম্বই হামলার ক্ষত এখনও দগদগে। লস্কর-ই-তৈবার 10 জন সন্ত্রাসবাদী এই হামলা চালায়। 160 জনেরও বেশি মানুষ নিহত এবং 200 জনেরও বেশি আহত হন। ভয়ঙ্কর সেই রাত আজও ভাবলে কেঁপে ওঠে বুক ৷ স্বজনহারাদের কান্নাভেজা চোখ হৃদয় এফোঁর-ওফোঁড় করে দেয় ৷ সাধারণ মানুষকে বাঁচাতে সেই ভয়াবহতায় মুম্বই পুলিশের ভূমিকা, তাজ হোটেলে কর্মীদের ভূমিকা ও হাসপাতালগুলির ভূমিকা বারবার ধরা পড়েছে সিনে পর্দায় ৷ আজ 15 বছর পর আরও একবার ফিরে দেখা যাক, নৃশংসতার সেই রাত ধরা পড়েছে কোন কোন ছবি বা সিরিজে ৷
হোটেল মুম্বই (2018)
অ্যান্থনি মারাস পরিচালিত ইন্ডিয়ান-অস্ট্রেলিয়ান-আমেরিকান প্রযোজনা সংস্থার যৌথ প্রয়াসে তৈরি ছবি হোটেল মুম্বই ৷ মূলত এই ছবি তৈরি হয়েছিল 2009 সালে প্রকাশিত তথ্যচিত্র সারভাইভিং মুম্বই থেকে ৷ 2008 সালে মুম্বইয়ের তাজ হোটেলে সন্ত্রাসী হামলার ছবি তুলে ধরা হয়েছিল, যেখানে হোটেলের কর্মীরা কীভাবে তাঁদের অতিথিদের জীবন বাঁচিয়ে ছিলেন তা তুলে ধরা হয় ৷ অভিনয় করেন দেব প্যাটেল, আর্মি হ্যামার, নাজানিন বোনিয়াদি, অনুপম খের, নাগেশ ভোঁসলে ও নাতাশা সিউ বোর্ডিজোকে ৷
মেজর (2022)
শশী কিরণ টিক্কা 26/11 মুম্বই হামলা তুলে ধরেন মেজর ছবিতে ৷ 2022 সালে মুক্তি পায় এই ছবি ৷ মুম্বই হামলায় মেজর সন্দীপ উন্নিকৃষ্ণাণ শহিদ হয়েছিলেন ৷ তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই তৈরি হয় এই ছবি ৷ মুখ্যচরিত্রে দেখা গিয়েছে, আদিভি শেশ, প্রকাশ রাজ, শোভিতা ধুলিপালা, মুরালি শর্মা-সহ আরও অনেকে ৷
ফ্যান্টম (2015)
কিছুটা কাল্পনিক হলেও পরিচালক কবীর খানও মুম্বইয়ে সন্ত্রাস হামলাকে ছবির পর্দায় তুলে ধরেন অন্যরকমভাবে ৷ এই ছবিতে দেখানো হয়, 26/11 হামলায় জড়িতদের খুঁজে বের করার মিশনে বের হন দানিয়াল অর্থাৎ সইফ আলি খান ও নাবাজ অর্থাৎ ক্যাটরিনা কাইফ ৷ ছবির গল্প লেখক হুসেন জাইদির বই মুম্বই অ্যাভেঞ্জার্স থেকে সংগৃহীত হয়েছে ৷