পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Mouni Roy Viral Video: পাসপোর্ট খুঁজে হন্যে মৌনি, 'নাগিনের আবার ভয় কী?' মন্তব্য ফ্যানেদের - পাসপোর্ট খুঁজে হন্যে মৌনি

নীল কো-অর্ড পোশাকে বিমানবন্দরে মৌনি রায় ৷ তাঁকে পাসপোর্ট খুঁজতে দেখে নানা মন্তব্য শুরু করলেন ফ্যানেরা ৷

Mouni Roy Viral Video
বিমান বন্দরে পাসপোর্ট খুঁজছেন মৌনি

By

Published : Jul 12, 2023, 1:12 PM IST

হায়দরাবাদ, 12 জুলাই: অভিনয়ের পাশাপাশি মৌনি ফ্যাশনের দুনিয়ার সম্রাজ্ঞী ৷ তাঁর নতুন নতুন লুক প্রায়শই চমকে দেয় ফ্যানেদের ৷ অভিনয় দিয়ে তিনি অনুরাগীদের মন জয় করে নেন । সঙ্গে রয়েছে নাচ এবং ফ্যাশন স্টেটমেন্টও ৷ ঠিক যেমন সম্প্রতি তাঁর এয়ারপোর্ট লুক ফের ভাইরাল হল সামাজিক মাধ্যমে ৷ পাশাপাশি ভাইরাল হল আরও একটি দৃশ্য় যা দেখে বেশ মজা পেলেন অনুরাগীরা ৷

নীল রঙের কো-অর্ড সেটে রীতিমতো নজর কাড়লেন মৌনি ৷ পায়ে ছিল সাদা স্নিকার্স। চোখে মানানসই সানগ্লাস ৷ আর তাঁর হাতে এদিন দেখা গেল একটি বড় হ্য়ান্ডব্যাগ আর বাদামি রঙের ছোট একটি ব্য়াগ ৷ পাপারাৎজিরা ইনস্টাগ্রামে যে ভিডিয়ো শেয়ার করেছেন তাতে দেখা গিয়েছে ব্যাগে পাসপোর্ট খোঁজার চেষ্টা করছেন নায়িকা ৷

তাঁর এই সাধারণ কর্মকাণ্ডকেই যে ফ্যানেরা অসাধারণ বানাতে পারেন তার প্রমাণ মিলল ভিডিয়োর নীচে কমেন্ট বক্সে ৷ একজন ফ্যান লিখলেন, "আপনি তো নাগিন, আপনার আবার ভয় কি?" মৌনির টিভি ধারাবাহিকের বিখ্যাত এই চরিত্রটিকে যেভাবে টেনে এনেছেন ওই অনুরাগী তা রীতিমতো ভালো লেগেছে অনেকেরই ৷

আরও পড়ুন:মুক্তি পেল মৈনাকের 'চিনি 2' ছবির ট্রেলার

মৌনিকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' ছবিতে ৷ এই ছবির পর বড় পর্দায় দেখা না গেলেও ইতিমধ্যেই 'দোতারা' নামক একটি মিউজিক ভিডিয়োতে কাজ করতে দেখা গিয়েছে তাঁকে ৷ গান গেয়েছেন জুবিন নটিয়াল এবং পায়েল দেব ৷ ভিডিয়োটি নিয়ে খানিক বিতর্কও হয়েছে ৷ আগামিদিনে মৌনি আবার পর্দায় ফিরছেন 'পেন্ট হাউজ' ছবির হাত ধরে ৷ এই ক্রাইম থ্রিলারে তাঁর সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন অর্জুন রামপাল-সহ অনেকে ৷

ABOUT THE AUTHOR

...view details