কলকাতা, 29 অগস্ট:আজ 64-তে পা দিলেন দক্ষিণী সুপারস্টার আক্কিকেনি নাগার্জুন । 1959 সালে আজকের দিনেই জন্ম এই অভিনেতার । প্রথমে তেলুগু ছবি আর টেলিভিশনের হাত ধরে ধীরে ধীরে গড়ে তোলেন নিজের পরিচিতি ৷ পরে বলিউড এবং তামিল ভাষায় একাধিক ছবিতে নিজের জাত চিনিয়েছেন তিনি । আজ এক ডাকে তাঁকে সবাই চেনে ৷ এহেন নাগার্জুনের ভীষণ ভক্ত মৌবনি সরকার । পি সি সরকার (জুনিয়র)-এর কন্যা তো হিসাবে মৌবনি পরিচিত ঠিকই তবে তাঁর অনেক গুণ । ঠিক যেমন তাঁর রং তুলির টানে সাদা কাগজে এদিন ফুটে উঠল নাগার্জুনের প্রতিকৃতি । নাগার্জুনকে 'ফর এভার কিং' আখ্যা দিয়েছেন তিনি ।
মৌবনি একাধারে অভিনেত্রী পাশাপাশি ম্যাজিশিয়ান, চিত্রকর এবং রেডিয়ো জকিও বটে । তাঁর রং তুলির টান এর আগেও মুগ্ধ করেছে শিল্পমনস্ক মানুষদের । এবার নাগার্জুন তাঁর রং তুলির টানে ক্যানভাসে হয়ে উঠেছেন রঙিন । ছবিটি সোশালে শেয়ার করে তিনি আজ লেখেন, "শুভ জন্মদিন নাগার্জুন আক্কিকেনি ৷ আপনার 64তম জন্মদিন উপলক্ষে (এই উপহার) ৷" দক্ষিণী অভিনেতার জন্মদিনে বাংলার মৌবনি সরকারের আঁকা ছবি সামাজিক মাধ্যমে এই মুহূর্তে ভাইরাল । অনেকেই মৌবনিকে লেডি লিওনার্দো বলে ডাকছেন আজ ।
এই নিয়ে বলতে গিয়ে মৌবনি ইটিভি ভারতকে বলেন, "আমি সোনালী বেন্দ্রের সঙ্গে নাগার্জুনের একটা ছবি দেখছিলাম । দেখতে দেখতে আরও অনেকগুলো দেখে ফেললাম । ভাবলাম এই মানুষটার এত কাজ, এনার একটা ছবি আঁকলে কেমন হয় । সেই ভাবনা থেকেই ওঁকে আঁকা । প্রতি সপ্তাহেই কিছু না কিছু আঁকি । কখনও পোট্রের্ট কখনও অন্যকিছু । তখনও খেয়াল করিনি আজই ওঁর জন্মদিন । গতকাল রাতে শেষ হয়েছে ছবিটা । আমি কাগজের উপর অ্যাক্রিলিকে এঁকেছি । টানা বসলে একদিনেই শেষ করি । তবে, এটা আঁকতে দু'দিন লাগল । কাল রাতে জানতে পারি আজ আমার প্রিয় অভিনেতার জন্মদিন । এরকম কাকতালীয় ব্যাপার খুব আনন্দ দেয় । তাই ভাবলাম আজ পোস্ট তো করতেই হয় ।"