পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Muttiah Muralitharan Biopic: জন্মদিনে হাজির মুরলিথরনের বায়োপিকের মোশন পোস্টার

শ্রীলঙ্কান অফস্পিনার মুথাইয়া মুরলিথরনের জন্মদিনেই সামনে এল তাঁর বায়োপিকের মোশন পোস্টার ৷ ছবির নাম রাখা হয়েছে '800 মুথাইয়া মুরলিথরনস আননোন স্টোরি' ৷

Biopic of Muralidaran
আসছে মুথাইয়া মুরলিথরনের বায়োপিক

By

Published : Apr 17, 2023, 2:33 PM IST

হায়দরাবাদ, 17 এপ্রিল:আজ 17 এপ্রিল ৷ মুথাইয়া মুরলিথরনের জন্মদিন। তিনি এমন এক কিংবদন্তি স্পিনার, যাঁর কথা মনে পড়লে একসময় ঘুম উড়ত বিশ্বের তাবড় ব্যাটারদের । উপমহাদেশের ঘূর্ণি পিচে ব্যাটারদের কাছে তিনি ছিলেন আতঙ্কের নামান্তর । মুথাইয়া মুরলিথরন, নামটুকুই যথেষ্ট সিংহলী অফস্পিনারের সম্পর্কে বলার জন্য় ৷ ক্রিকেট যে কিংবদন্তি দুই স্পিনারের নাম আজীবন মনে রাখবে, তাঁদের একজন যদি শেন ওয়ার্ন হন অপরজন অবশ্যই মুথাইয়া মুরলিথরন ৷ সেই মুরলির জন্মদিনেই অনুরাগীদের মিলল সুখবর ৷ এই বিশেষ দিনেই নির্মাতারা সামনে আনলেন তাঁর বায়োপিকের পোস্টার ৷

এই মোশন পোস্টারটি আজ নিজেও শেয়ার করেছেন শ্রীলঙ্কান অফস্পিনার ৷ ছবির নাম '800 মুথাইয়া মুরলিথরন'স আননোন স্টোরি' ৷ ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন এমএস শ্রীপতি ৷ শ্রীলঙ্কান এই কিংবদন্তির চরিত্রে অভিনয় করবেন মধুর মিত্তাল ৷ এর আগে 'স্লামডগ মিলিয়নেয়ার'-এর মতো ছবিতে তাঁর কাজ প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে। তাঁকেই দেখা যাবে ছবিতে ৷

মুরলি কেবল টেস্ট ক্রিকেটে 800 উইকেট শিকারি হিসেবে পরিচিত মুখ, তা কিন্তু নয় ৷ তাঁর বোলিং অ্য়াকশন নিয়ে বারেবারে তৈরি হয়েছে বিতর্ক ৷ বারবার তাঁর ক্রিকেট কেরিয়ারকে থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে ৷ তাঁর অ্যাকশন দেখে এমন দাবিও উঠেছে যে, বোলিংয়ের সময় কনুই বেশি ভেঙে ক্রিকেটের নীতি ভাঙেন ৷ কিন্তু সেই অভিযোগ ধোপে টেকেনি ৷ নিজেকে প্রমাণ করে ক্লিনচিট পেয়ে বেরিয়ে এসেছেন ৷ কিন্তু তাঁর অফস্পিন আর দুসরার জালে আটকে আরও ব্যাটারদের নাকানিচোবানি খাওয়া বন্ধ হয়নি ৷

133টি টেস্টে এই কিংবদন্তির শিকার 800 উইকেট ৷ অন্য়দিকে 350টি একদিনের ম্য়াচে ব্যাটারদের ঘরে ফিরিয়েছেন 534বার ৷ সঙ্গে রয়েছে 13টি টি-20 উইকেট ৷ শ্রীলঙ্কার এই স্পিনারের বায়োপিকটি মুক্তি পেতে চলেছে হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় ৷ ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে মুভি ট্রেন মোশন পিকচার্স এবং বিবেক রঙ্গাচারি ৷ ছবিটি চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা ৷

আরও পড়ুন:হাজির সলমন থেকে সুনীল ! বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে চাঁদের হাট

ABOUT THE AUTHOR

...view details