কলকাতা, 30 জুলাই:সুদীর্ঘ অভিনয় জীবনে এই প্রথমবার কোনও সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন মনামী ঘোষ । শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত 'বেলাশেষে' এবং 'বেলাশুরু'-তে পিউয়ের চরিত্রে নজর কেড়েছেন তিনি । আর এই 'বেলাশুরু'-ই তাঁকে এনে দিল এই সম্মান । এই ছবিতে অভিনয়ের জন্য 'সেরা অভিনেত্রী'র খেতাব জিতলেন তিনি (Monami Ghosh Wins Best Actress Award)। এর আগে বহুবার সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি৷ কিন্তু কোনও ছবির জন্য এই প্রথম।
বলতে দ্বিধা নেই, 'বেলাশুরু'র বিখ্যাত গান 'টাপা টিনি'র সঙ্গে মনামী ঘোষ, ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য এবং ইন্দ্রাণী দত্ত নাচলেও 'টাপা টিনি গার্ল'-এর তকমা জিতে নিয়েছেন মনামীই । কলকাতা থেকে বোলপুর হয়ে ফের 'নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর', মনামীর 'টাপা টিনি' নাচে মাতোয়ারা আমজনতা । আর সেই ক্রেজই তাঁকে এনে দিল 'বেঙ্গল লিডারশিপ অ্যাওয়ার্ড' ।