মুম্বই, 4 অক্টোবর: ব্যক্তি যে পোশাকে স্বচ্ছন্দ্য বোধ করে, সেটাই তার স্টাইল (Pregnancy style)৷ নিজের ফ্যাশন স্টেটমেন্টের জন্য এখন এই আপ্তবাক্যকেই মাথায় রেখে চলছেন হবু মা আলিয়া ভাট (Alia Bhatt)৷ সন্তানসম্ভবা অভিনেত্রী ঢিলেঢালা আরামদায়ক পোশাকের উপরই বর্তমানে বেশি গুরুত্ব দিচ্ছেন ৷ সোমবার রাতে মুম্বই বিমানবন্দরেও তাঁকে দেখা গেল হাল্কা একটি অতি সাধারণ পোশাকে ৷ দেখেই বোঝা যাচ্ছিল, ভারী চেহারায় এই পোশাকেই স্বচ্ছন্দ্য বোধ করছেন অভিনেত্রী ৷
খোলামেলা আলখাল্লা-টাইপ পোশাকেও বেশ মোহময়ী দেখাচ্ছিল আলিয়াকে ৷ কাঁধে ছিল লুই ভিটনের ব্যাগ ৷ খোলা চুল ৷ আর মুখে অবশ্যই মাস্ক ৷ সবমিলিয়ে আলাদা একটা স্টাইল স্টেটমেন্ট ৷ টাইম 100 পুরস্কার গ্রহণের জন্য এতদিন সিঙ্গাপুরে ছিলেন আলিয়া ৷ সোমবার রাতে তিনি দেশে ফিরলেন ৷ সিঙ্গাপুরে একটি বলিষ্ঠ বক্তৃতায় অকপটে নিজের ত্রুটিগুলি তুলে ধরেন অভিনেত্রী ৷ বক্তৃতা চলাকালীন তাঁর গর্ভের সন্তানের ছটফটানির কথাও দর্শকদের সঙ্গে শেয়ার করেন তিনি ৷