পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Alia Bhatt: ঢিলেঢালা আরামদায়ক পোশাকই নয়া স্টাইল স্টেটমেন্ট হবু মা আলিয়ার - আলিয়া ভাট

ঢিলেঢালা আরামদায়ক পোশাকই এখন নয়া স্টাইল স্টেটমেন্ট আলিয়া ভাটের (Alia Bhatt)৷ মুম্বই বিমানবন্দরে তাঁকে দেখা গেল হাল্কা পোশাকে ৷ তাতেই বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন হবু মা (Pregnancy style)৷

Mom-to-be Alia Bhatt in flowy light-hued dress nails pregnancy style in absolute comfort
ঢিলেঢালা আরামদায়ক পোশাকই নয়া স্টাইল স্টেটমেন্ট হবু মা আলিয়ার

By

Published : Oct 4, 2022, 10:26 AM IST

মুম্বই, 4 অক্টোবর: ব্যক্তি যে পোশাকে স্বচ্ছন্দ্য বোধ করে, সেটাই তার স্টাইল (Pregnancy style)৷ নিজের ফ্যাশন স্টেটমেন্টের জন্য এখন এই আপ্তবাক্যকেই মাথায় রেখে চলছেন হবু মা আলিয়া ভাট (Alia Bhatt)৷ সন্তানসম্ভবা অভিনেত্রী ঢিলেঢালা আরামদায়ক পোশাকের উপরই বর্তমানে বেশি গুরুত্ব দিচ্ছেন ৷ সোমবার রাতে মুম্বই বিমানবন্দরেও তাঁকে দেখা গেল হাল্কা একটি অতি সাধারণ পোশাকে ৷ দেখেই বোঝা যাচ্ছিল, ভারী চেহারায় এই পোশাকেই স্বচ্ছন্দ্য বোধ করছেন অভিনেত্রী ৷

খোলামেলা আলখাল্লা-টাইপ পোশাকেও বেশ মোহময়ী দেখাচ্ছিল আলিয়াকে ৷ কাঁধে ছিল লুই ভিটনের ব্যাগ ৷ খোলা চুল ৷ আর মুখে অবশ্যই মাস্ক ৷ সবমিলিয়ে আলাদা একটা স্টাইল স্টেটমেন্ট ৷ টাইম 100 পুরস্কার গ্রহণের জন্য এতদিন সিঙ্গাপুরে ছিলেন আলিয়া ৷ সোমবার রাতে তিনি দেশে ফিরলেন ৷ সিঙ্গাপুরে একটি বলিষ্ঠ বক্তৃতায় অকপটে নিজের ত্রুটিগুলি তুলে ধরেন অভিনেত্রী ৷ বক্তৃতা চলাকালীন তাঁর গর্ভের সন্তানের ছটফটানির কথাও দর্শকদের সঙ্গে শেয়ার করেন তিনি ৷

আলিয়া বলেন, "10 বছর আগে যখন কাজ শুরু করি, তখন এটাই ভাবতাম যে কীভাবে এই পৃথিবীতে মাথা তুলে দাঁড়াব ৷ কীভাবে প্রত্যেকে আমায় চিনবে, আমি কতটা পরিশ্রমী, প্রতিভাধর ও বুদ্ধিমতী সেটা সবাই বুঝবে ৷ আমি পারফেক্ট হতে চেয়েছিলাম এবং আর চেয়েছিলাম গোটা পৃথিবী এটা জানুক ৷" তবে কীভাবে এই সাফল্য তাঁর কাছে ধরা দিল, তা তিনি নিজেও জানেন না বলে জানান আলিয়া ৷

আরও পড়ুন:ফের বেবি বাম্প ফটোশ্য়ুট ! ছবির প্রচারে হবু মা আলিয়া

সবসময় তাঁর পাশে থাকার জন্য পরিবারকে ধন্যবাদ জানান আলিয়া ভাট ৷ বলেন, "আমার দল যাঁরা সবসময় আমার সঙ্গে থাকে, তাদের ধন্যবাদ জানাই ৷ পরিবারকে ধন্যবাদ জানাই ৷ আমার মা যিনি এই পৃথিবীতে আমায় এনেছেন, আমার বাবা, আমার বোন শাহীন ভাট যাঁরা সবসময় আমায় সাহায্য করে চলেন, আমার স্বামী রণবীর কাপুর সবাইকে ধন্যবাদ ৷ রোজ আমাকে সহ্য করার জন্য এঁদের প্রত্যেককে আমি আলাদা আলাদা করে পুরস্কার দেব ৷"

ABOUT THE AUTHOR

...view details