হায়দরাবাদ, 16 জানুয়ারি:রামোজি গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান রামোজি রাও এবং তাঁর অন্যান্য কাছের মানুষ তথা পরামর্শদাতাদের ধন্যবাদ জানালেন 'আরআরআর' ছবির সঙ্গীত পরিচালক এমএম কীরাবাণী(MM Keeravaani thanks Ramoji Rao) ৷ সম্প্রতি মোট চারটি আন্তর্জাতিক পুরস্কার নিয়ে দেশে ফিরেছেন এই দক্ষিণী সঙ্গীত পরিচালক ৷ যার মধ্য়ে প্রথম এশিয়ার গান হিসাবে গোল্ডেন গ্লোবস পুরস্কারও জিতে নিয়েছে তাঁর 'নাতু নাতু' গানটি ৷ এই গান পেয়েছে ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডও ৷ তাই এই গানের জন্য এখন সারা বিশ্ব জুড়ে প্রশংসা কুড়োচ্ছেন তিনি ৷
কিরাবাণী তাঁর টুইটার হ্যান্ডেল থেকে এদিন সকলকে ধন্যবাদ জানিয়ে লেখেন, "গোল্ডেন গ্লোব-সহ আরআরআর-এর জন্য চারটি আন্তর্জাতিক পুরষ্কার নিয়ে দেশে ফিরেছি ৷ রামোজি রাও গারু(স্যার) এবং আমার সমস্ত মেন্টরদের প্রতি কৃতজ্ঞতা(MM Keeravaani expresses gratitude to Ramoji Rao) ৷ যাঁরা আমাকে তেলুগু রাজ্যের সীমানা অতিক্রম করতে এবং আমার সঙ্গীতকে সমৃদ্ধ করতে শিখিয়েছেন ৷ বালাচন্দ্র স্যার, ভরথান স্যার, অর্জুন সারজা এবং ভাট সাহেবকেও ধন্যবাদ (MM Keeravaani on RRR winning international awards)৷"