পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Mithun on Mrinal Sen: 'তুমি তো বাতিল' প্রথমেই বলেন মৃণাল সেন! 'মৃগয়া' ছবি নিয়ে নস্টালজিক মিঠুন - মিঠুন চক্রবর্তী

প্রথমে তাঁকে দেখে একেবারেই পছন্দ হয়নি কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের ৷ সামনাসামনি দেখেও মিঠুন চক্রবর্তীর মুখে ওপর তিনি বলেন, "তুমি তো বাতিল ৷" পরে সেই 'মৃগয়া' ছবির হাত ধরেই তৈরি হয় ইতিহাস ৷

Mithun on Mrinal Sen
মৃণাল সেনকে নিয়ে আবেগী মিঠুন

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 2:48 PM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর:মৃনাল সেনের হাত ধরেই আবার স্কটিশ চার্চ কলেজে ফিরলেন মিঠুন চক্রবর্তী । সেখানে তিনি সুপারস্টার নন, কিংবদন্তি অভিনেতা নন কেবলই একজন কলেজ ছাত্র । স্কটিশচার্চ কলেজ এবং প্রাক্তনীদের পক্ষ থেকে এদিন আয়োজন করা হয়েছিল 'শতবর্ষে মৃনাল সেন' শীর্ষক একটি অনুষ্ঠান । সেই অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন মিঠুন চক্রবর্তীও । ঘটনাচক্রে প্রয়াত চিত্র পরিচালক মৃনাল সেন এবং মিঠুন চক্রবর্তী দু'জনেই স্কটিশচার্চের প্রাক্তনী । আবার পেশাগত সূত্রে দু'জনে গুরু-শিষ্য । মৃণালের হাত ধরেই শুরু হয়েছিল মিঠুনের কেরিয়ার ৷

স্বাভাবিকভাবেই মিঠুন এদিন নস্টালজিক হয়ে পড়লেন ৷ উত্তর কলকাতার ছেলে, উত্তর কলকাতার কলেজেই কেটেছে তাঁর শিক্ষাজীবন । মিঠুন বলেন, “কলকাতার যে গলিতে আমাদের বাড়ি ছিল সেখানে সকাল আটটার আগে রোদ ঢুকত না । সেখান থেকে যেখানে এসেছি তা আমার ডেস্টিনি । কলেজের নির্বাচনে এমন ঝামেলা হল যে এদিকের পাট শেষ করতে বাধ্য হলাম । শুরু হল নিয়তির খেলা । মৃনালদা আমায় প্রথমবার দেখেননি । একটি অনুষ্ঠান দেখতে গিয়েছিলাম সেখানে উনি আমাকে পিছন থেকে দেখে পছন্দ করেছিলেন । কে কে মহাজনকে বলেছিলেন এই ছেলেটাকে আমার চাই । আমার চুল গায়ের রং নাকি ওঁর পছন্দ হয়েছিল ৷"

স্কটিশ চার্চ কলেজের শতবর্ষে মৃণাল সেন অনুষ্ঠানে মিঠুন

বিমল রায়ের কাছে মিঠুন জানতে পারেন মৃনাল সেন তাঁকে খুঁজছেন ৷ এক বন্ধুকে ধরে বেশ কয়েকটি ছবি পাঠিয়েছিলেন অভিনেতা । তিনি বলেন, “ওই সময়টা আমি ভাবতেই পারিনি প্রধান চরিত্রের জন্য আমাকে নেওয়া হতে পারে । ঠোক্কর খেতে খেতে আমি ঠিক করেছিলাম খলনায়ক হব । আমার গায়ের রং কালো । অন্যদের মতো ফর্সা নই ৷ তাই কিছুটা দাঁতমুখ খিচিয়ে ছবি তুলে পাঠিয়ে দিয়েছিলাম । সেইসময় মার্শাল আর্ট করতাম । তার কিছু ভঙ্গির ছবিও দিয়েছিলাম । আসলে আমি এমন একটা কিছু করতে চেয়েছিলাম যা একটু আলদা । ভিলেন যে নাচটা ভালো পারে । যাই হোক ছবি দেখে মৃনালদা বাতিল করে দিয়েছিলেন ৷"

সেই সময় মিঠুন 'দো আনজানে' ছবিতে একটা ছোট চরিত্রে অভিনয় করেছেন । পরিচালক তাঁর কাছে জানতে চান পারিশ্রমিক হিসাবে কত টাকা চান তিনি ৷ মিঠুন তাঁকে জানান, তিনি যেন তাঁর বিমানের টিকিটের ব্যবস্থাটুকু করে দেন ৷ আসলে তিনি চাইছিলেন কলকাতায় ফিরতে ৷ ভাগ্যের খেলা বোধহয় একেই বলে ৷ 'দো আনজানে' ছবির শুটিং হওয়ার কথা ছিল কলকাতাতেই ৷ ফলে পুরো ইউনিটের সঙ্গে মিঠুন তিলোত্তমায় চলে আসেন ।

আরও পড়ুন:পরিচারিকার মৃত্যু থেকে সংসার ভাঙন, সময় বদলালেও বদলায়নি 'পালান'দের সমস্যা

তিনি বলেন, "সেইসময় প্লেনের ভাড়া ছিল ছ'শো টাকা । আমার মনে তো অন্য পরিকল্পনা । বিমানবন্দরে নেমে সোজা মৃনালদার বাড়িতে গেলাম । আমাকে দেখেই রেগে গেলেন বললেন তুমি বাতিল । কি করব । ফিরে গেলাম ৷" তারপর ফের স্টুডিয়োতে চক্কর কাটা । একদিন ফের বিমল রায়ের সঙ্গে দেখা । তিনি মিঠুনকে জানান মৃনাল সেন রয়েছেন হৃষিকেশ মুখোপাধ্যায়ের বাড়িতে । মিঠুনের কথায়, “আমাকে বললেন যাও, মৃনালদা খোঁজ করছেন । আমি বললাম উনি তো রিজেক্ট করেছেন আমাকে । বিমলদা বললেন যাও দেখা কর । আমি হৃষিদার বাড়িতে দেখা করলাম । ঘরে কোনায় বসেছিলেন হৃষিদা । আমাকে দেখে মৃনালদা বললেন দ্যাট দ্য বয় । হৃষিদা বললেন দারুন অভিনয় করে নিয়ে নিন । ব্যস সেই শুরু ৷"

স্মৃতিচারনায় উঠে এল 'মৃগয়া' ছবির আরও নানান কথা । প্রথম বাংলা ছবির শুটিংয়ের একটি দৃশ্য় আজও ভুলতে পারেননি মিঠুন ৷ তাঁর কথায়, "আদালতের দৃশ্য । একটা খাঁচায় আমি বন্দি । কীভাবে দৃশ্যটা করব বুঝতে পারছি না । মৃনাল দা বললেন, খাঁচায় বন্দি বাঘ দেখেছ? সে কী করে? আমি বললাম এপাশ ওপাশ করে আর গর্জন করে । সেটা শুনে বললেন তুমি সেটাই করবে । শুধু মুখে আওয়াজটা করবে না । তৈরি হয়ে গেল মৃগয়ার সেই দৃশ্য ।"

আরও পড়ুন:জন্মদিনে মম'র হাতের পায়েস আয়েস করে খেলেন মিঠুন

ছবিতে দেখে তাঁকে যতোই অ্যাংরি ইয়াং ম্যান মনে হোক তিনি আসলে যে মজার মানুষ এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ কলেজ জীবনের বন্ধুদের সঙ্গে এদিনও আড্ডায় মাতলেন অভিনেতা ৷ তারপর বললেন, "সবটাই ভাগ্য বুঝলেন ৷ আজ মৃনালদার অনুষ্ঠানে আমি প্রধান অতিথি ৷" রাজনৈতিক কথা বলবেন না আগেই জানিয়েছিলেন ৷ তবে রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে এদিন সরব হলেন মহাগুরু ৷ নিজের কলেজে দাঁড়িয়ে বললেন, "কোনও রাজনৈতিক প্রশ্ন নয় । তবে এটুকু বলব কোনও সমাজের মেরুদণ্ড ভাঙতে হলে শিক্ষাব্যবস্থায় আঘাত হানতে হয় ।" একইসঙ্গে দেশের নাম সংক্রান্ত বিতর্কে 'ভারত' শব্দটিকেই সমর্থন জানালেন অভিনেতা ৷ জানালেন এতে তিনি অখুশি হবেন না ।

ABOUT THE AUTHOR

...view details